আম্পায়ার বিতর্কে মুখ খুলল সিএবি

সিএবির তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী সোমবার তিনটি কমিটির সম্মিলিত একটি বৈঠক হতে চলেছে। সে বৈঠকে উপস্থিত থাকবেন  আম্পায়ার সাব-কমিটি, টুর্নামেন্ট সাব-কমিটি ও পর্যবেক্ষক সাব-কমিটি। সে বৈঠক থেকে একটি কোর কমিটি গঠন করা হবে যা স্থানীয় ক্রিকেটে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৯
Share:

বেশ কয়েক দিন ধরেই সিএবির আম্পায়ারদের বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ। বৃহস্পতিবার এ বিষয়ে সিএবিতে মুখ খুললেন যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া।

Advertisement

সিএবির তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী সোমবার তিনটি কমিটির সম্মিলিত একটি বৈঠক হতে চলেছে। সে বৈঠকে উপস্থিত থাকবেন আম্পায়ার সাব-কমিটি, টুর্নামেন্ট সাব-কমিটি ও পর্যবেক্ষক সাব-কমিটি। সে বৈঠক থেকে একটি কোর কমিটি গঠন করা হবে যা স্থানীয় ক্রিকেটে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। এ বিষয়ে অভিষেক বলেন, ‘‘প্রত্যেক দিনই এ ধরনের ঘটনা ঘটছে। তবে এ বার থেকে আমরা এ বিষয়ে আরও কড়া নজরদারি চালাব। সে কারণেই সোমবার এই বৈঠকে বসা হবে।’’

প্রত্যেক বছরই এ ধরনের অভিযোগ আসছে। তবুও উন্নতির কোনও ছাপ চোখে পড়ছে না। পাশাপাশি আম্পায়ারদের ম্যাচ দেওয়া নিয়েও শুরু হয়েছে প্রতারণা। তাই সিএবির তরফ থেকে জানানো হয়েছে যে, প্রত্যেক আম্পায়ারকে তাঁদের গ্রেড অনুযায়ী ম্যাচ খেলাতে দেওয়া হবে। যেমন প্রথম ডিভিশনে গ্রেড ‘এ’ পর্যায়ভুক্ত এবং বোর্ড অনুমোদিত আম্পায়ার ছাড়া খেলানো যাবে না। ’’

Advertisement

ভারতীয় বোর্ড অনুমোদিত আম্পায়ার সত্রাজিৎ লাহিড়ীর বিষয়ে জানতে চাওয়া হলে অভিষেক বলেন, ‘‘সোমবারের বৈঠকে তাঁর (সত্রাজিৎ) বিষয়েও আলোচনা করা হবে। কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁকে কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement