কাপ বাজেটে ৭ কোটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজেট সোমবার ঠিক করে ফেলল সিএবি। বিশ্বকাপে খরচাপাতি বাবদ সাত কোটি ধরা হয়েছে। এ দিন সিএবি-র ওয়ার্কিং কমিটি বৈঠক ছিল। বাজেট ছাড়াও টিকিট সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা হল। আইসিসি ম্যাচ পিছু চার হাজার টিকিট নেবে বলে জানিয়েছে সিএবিকে। তাই ক্লাবদের বরাদ্দ টিকিট এ বার কমানো হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০২:৫৫
Share:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজেট সোমবার ঠিক করে ফেলল সিএবি। বিশ্বকাপে খরচাপাতি বাবদ সাত কোটি ধরা হয়েছে। এ দিন সিএবি-র ওয়ার্কিং কমিটি বৈঠক ছিল। বাজেট ছাড়াও টিকিট সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা হল। আইসিসি ম্যাচ পিছু চার হাজার টিকিট নেবে বলে জানিয়েছে সিএবিকে। তাই ক্লাবদের বরাদ্দ টিকিট এ বার কমানো হচ্ছে। পাশাপাশি টিকিটের দামও ধার্য হয়েছে। প্রস্তুতি ও গ্রুপ পর্বের ম্যাচে টিকিটের দাম একশো, দু’শো ও পাঁচশো টাকা। কাপ ফাইনালের টিকিটের দাম— পাঁচশো, হাজার ও দেড় হাজার টাকা। টিকিট বিক্রি আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement