টুকরো খবর

অপরাজিত চেলসি। ইপিএল জেতার দৌড়ে থাকল পেলিগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটিও। বুধবার রাতে টটেনহ্যামকে ৩-০ হারিয়ে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে চোদ্দো অপরাজিত থাকল চেলসি।

Advertisement
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০৩:২২
Share:

শীর্ষে থাকল চেলসি

Advertisement

অপরাজিত চেলসি। ইপিএল জেতার দৌড়ে থাকল পেলিগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটিও। বুধবার রাতে টটেনহ্যামকে ৩-০ হারিয়ে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে চোদ্দো অপরাজিত থাকল চেলসি। সব টুর্নামেন্ট মিলিয়ে তেইশ ম্যাচ। এ দিন গোল করলেন এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রোগবা ও লোঁয়া রেমি। পাশাপাশি আবার সের্জিও আগেরোর জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ৪-১ হারাল ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

জিতল মেসি-হীন বার্সা

লিওনেল মেসি নেই। নেইমার নেই। তাতে কী? মহাতারকাদের ছেড়েই কোপা দেল রে-র প্রথম পর্বে হুয়েস্কাকে ৪-০ উড়িয়ে দিল বার্সেলোনা। প্রথমার্ধেই রাকিটিচ, ইনিয়েস্তা, পেদ্রোর গোলের সৌজন্যে ৩-০ এগোয় বার্সেলোনা। দুর্বল দলের বিরুদ্ধে শুরুর থেকেই আক্রমণের ঝড় তোলে মেসি-হীন বার্সা। বিরতির পরে রাফিনহার গোলে এক তরফা ম্যাচে জয় পায় বার্সা। ইনিয়েস্তা বলেন, “দলে আত্মবিশ্বাসের অভাব নেই।”

বেটন জিতল ইন্ডিয়ান অয়েল

গত বার রার্নাস হওয়ার যন্ত্রণা এ বার চ্যাম্পিয়ন হয়ে মেটাল ইন্ডিয়ান অয়েল। বেটন কাপ ফাইনালে পেনাল্টিতে জিতে চ্যাম্পিয়ন ইন্ডিয়ান অয়েল। এ দিন বেটন কাপ ফাইনালে মুখোমুখি হয় পিনএবি ও ইন্ডিয়ান অয়েল। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও হার্মান সিংহ ও রোশান মিঞ্জের গোলের সৌজন্যে ২-২ করে ম্যাচ পেনাল্টিতে নিয়ে যায় ইন্ডিয়ান অয়েল।

জিদানের আবেদন

আগামী বছরের শুরুতেই আবার হতে চলেছে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ। যখন আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। যে ম্যাচে শেষ বারের মতো ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরিকে খেলার আবেদন জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। যাঁর ইচ্ছা, ম্যাচটা অঁরির বিদায়ী ম্যাচ হোক। “অঁরি ফরাসি ফুটবলকে যা দিয়েছে এটা ওর জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে,” বলেন জিদান।

আটলেটিকোর ক্যাম্পে টিম ‘লড়াই’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ‘লড়াই’ ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের
সঙ্গে কোচ হাবাস এবং অধিনায়ক গার্সিয়া। বৃহস্পতিবার যুবভারতীতে। ছবি: উৎপল সরকার।

লেন্ডল, ফেডেরারদের বিশ্বখ্যাত টেনিস কোচ টনি রোচের সংবর্ধনার পার্টিতে
স্ত্রী শরমিনের সঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়। রয়েছেন নরেশ কুমার। বৃহস্পতিবার
সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে। ছবি: শঙ্কর নাগ দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement