ফান গলের গোপন বৈঠকে একাত্ম রুনিরা
নিজস্ব প্রতিবেদন
নিজেরা তিন গোল করলেও লেস্টার সিটি-র কাছে পাঁচ গোল হজম করে বিপর্যস্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ডাচ কোচ লুই ফান গলের ৩-৫-২ ছক ইংলিশ প্রিমিয়ার লিগে তীব্র প্রশ্নের মুখে। কিন্তু পরিস্থিতি যতই দুঃসহ হোক, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শিবিরে নাকি এখন একাত্মতার হাওয়া। যার পিছনে বলা হচ্ছে ফান গলেরই ‘গোপন বৈঠক’। গত রবিবার লেস্টারের বিরুদ্ধে ঐতিহাসিক হারের পরে ফুটবলারদের সঙ্গে এক ঘণ্টার গোপন বৈঠক করেন ম্যাঞ্চেস্টার ম্যানেজার। যে বৈঠকের লক্ষ্য ছিল, দলের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানো। সে দিন হারের পরে ড্রেসিংরুমে ফুটবলারদের নিজেদের মধ্যে গালিগালাজ চলেছিল। কোচের দিকে ইঙ্গিত করে এক ফুটবলার বলেছিলেন, “কেন দি মারিয়াকে তুলে নেওয়া হল? তাই পরের ম্যাচের আগে রুনিদের দলের অন্দরমহলের আবহাওয়া স্বাভাবিক করতে ফান গল এই বৈঠক ডেকেছিলেন। ব্রিটিশ মিডিয়ার খবর, সেখানে ফুটবলারদের ব্যক্তিগত ভাবে বোঝান ফান গল। বলেন পরের ম্যাচগুলোয় তাঁদের থেকে কী আশা রাখছেন তিনি। প্রতিটা ভুলত্রুটি বুঝিয়ে দেওয়া হয়। বিশেষ করে রক্ষণ আরও শক্ত করার কথা বলেন ফান গল। বোঝান, বিপক্ষের প্রতি-আক্রমণে ম্যাঞ্চেস্টার ফুটবলারদের পজিশন ঠিক কী থাকা উচিত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলারদের দাবি, ওই বৈঠকের ফলে দলের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। শনিবারই ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যাচের জন্য তৈরি গোটা দল, জানিয়ে দিয়েছেন রবিন ফান পার্সি। ম্যাঞ্চেস্টার ফরোয়ার্ড বলেছেন, “লেস্টারের বিরুদ্ধে হারব কেউ ভাবতে পারিনি। কিন্তু ওই এক ঘণ্টার বৈঠকের পরে সবার সামনে লক্ষ্য পরিষ্কার। আমরা তৈরি জয়ের অভ্যাসে ফিরতে।” যদিও ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এক জন মাত্র ফিট ডিফেন্ডার পাচ্ছেন ফান গল। এমনিতেই সেন্টার ব্যাক ব্ল্যাকেট লাল কার্ড দেখে আছেন। জনি ইভান্স চোটের জন্য অনিশ্চিত। নিজের কোচিং কেরিয়ারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হটসিট-এ বসাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, সেটা মানছেন ফান গল।
পাক বোর্ডকে চ্যালেঞ্জ ইউনিসের
সংবাদ সংস্থা • করাচি
৯১ টেস্ট আর ২৫৪ ওয়ান ডে-র অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে, কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ান ডে সিরিজ থেকে তাঁকেই বাদ দেওয়ায় ব্যাপক চটেছেন তিনি ইউনিস খান। নির্বাচকদের এক রকম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যদি তাঁর ক্রিকেটে ভবিষ্যত্ নেই এমনটাই মনে করেন নির্বাচকরা, তা হলে বিশ্বকাপের আগে পাঁচ মাস সব রকমের ফর্ম্যাট থেকে সরে যাবেন। টেস্টেও খেলবেন না। “আমায় দলে রাখতে হবে না। টেস্টেও না। কেরিয়ারে এই আত্মত্যাগ করেত রাজি।” তবে, তিনি সরে যাবেন কিন্তু অবসর নেবেন না। নির্বাচকরা চাইলে বিশ্বকাপের জন্য নতুন দল গড়ুন তাঁকে ছাড়াই। কিন্তু বিশ্বকাপে সেই দল ব্যর্থ হলে তার দায় নিতে হবে নির্বাচকদেরই, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৩৬ বছরের প্রাক্তন পাক অধিনায়ক। ১৫ মাস ওয়ান ডে-র বাইরে থাকার পর গত মাসে শ্রীলঙ্কা সিরিজে ডাক পান ইউনিস। তবে সেই সিরিজে একটার বেশি ম্যাচ খেলতে পারেননি। এক আত্মীয় মারা যাওয়ায় দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। ইউনিস বলেন, “আমি খুব সহজ একটা কথা বলেছি। যদি তরুণ ক্রিকেটাররাই পাকিস্তানের ওয়ান ডে টিমের ভবিষ্যত্ হয় তা হলে টেস্ট টিমের ভবিষ্যত্ কী?”
এমসিসি-র ‘না’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু সিএবি আয়োজিত টুর্নামেন্টে আসছে না মেরিলিবোন ক্রিকেট ক্লাব। যা খবর, অক্টোবরের ২৩ থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে মুম্বইয়ের সঙ্গে আসতে রাজি হয়েছে কর্নাটক। বাংলাদেশের টিমের সঙ্গে কথাবার্তা এখনও চলছে। কিন্তু কিছু চূড়ান্ত হয়নি। এ দিকে, জে পি আত্রে ট্রফি খেলতে শুক্রবার চলে গেল বাংলা। পেসার কনিষ্ক শেঠের বদলে ঠিক হয় সায়নশেখর মণ্ডলকে পাঠানো হবে। সায়নকে যাওয়ার কথা বলেও দেওয়া হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে মত পাল্টান সিএবি কর্তারা। ঠিক হয়, দলে যথেষ্ট পেসার আছে, তাই সায়নকে আর পাঠানোর দরকার নেই।
সেমিফাইনালে সহবাগরা
নর্দার্ন ডিস্ট্রিক্টকে ১২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শেষ চারে চলে গেল কিংস ইলেভেন পঞ্জাব। মনন ভোহরার ৬৫ (৩২) ও বীরেন্দ্র সহবাগের ৫২ (৩৭) দাপটে ২১৫-৫ তুলেছিল কিংস। জবাবে কর্ণবীর সিংহের (৪-১৫) দুরন্ত বোলিংয়ে ১৫.২ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় নর্দার্ন ডিস্ট্রিক্টের ইনিংস। এর আগে, সুপার ওভারে বার্বেডোজ ট্রাইডেন্টকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল কেপ কোবরাস। ১৭৫ রান তাড়া করতে নেমে কোবরাস শুরুটা ভালই করেছিল। ওপেনিং উইকেটে ওঠে ৫৬ রান। কিন্তু জীবন মেন্ডিসের (৪-২৭) দুরন্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ১৭৪-৫-এ থেমে যায় তাদের ইনিংস। হাডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এর পর যায় সুপার ওভারে। এ বার রবি রামপলের বোলিংয়ে ডেন ভিলাসের বাউন্ডারির সাহায্যে সুপার ওভারে কোবরাস ১১ তোলে। জবাবে ১০ রানেই থেমে যায় ট্রাইডেন্ট।
বিতর্কের জবাব
ধর্মীয় পোশাক (হিজাব) পরে কাতারের মহিলা বাস্কেটবল টিমকে ইনচিওন এশিয়ান গেমসে নামতে দেওয়া হয়নি। যে জন্য বৃহস্পতিবার ম্যাচ বয়কট করে কাতারি টিম। বিতর্ক ওঠে, ধর্মীয় পোশাক পরে যাতে কাতারের মতো দেশ আন্তর্জাতিক বাস্কেটবলে অংশ নিতে না পারে সেই জন্যই কি এই নিয়ম? আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন জবাবে এ দিন জানিয়েছে, কোনও ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে তাঁরা নিয়ম চালু করেননি। খেলোয়াড়ি মানসিকতা নিয়েই প্রায় দু’দশক আগে নিয়মটা চালু করা হয়েছিল। তবে বিতর্কের জন্যই হোক বা অন্য কোনও কারণে, আগামী বছর থেকে নিয়ম কিছুটা নরম করার ইঙ্গিত দিয়েছে এফআইবিএ।
রাফার প্রত্যাবর্তন
উইম্বলডনে শেষ ষোলোয় ছিটকে যাওয়ার পর থেকে চোটের জন্য সার্কিটের বাইরে ছিলেন রাফায়েল নাদাল। মায়োরকায় প্র্যাকটিসে চোট পেয়েছিলেন ডান কব্জিতে। তবে এত দিন পর প্রত্যাবর্তনটা জমিয়ে দিলেন ক্লে কোর্টের সম্রাট। কাজাখস্তানের আস্তানায় প্রদর্শনী ম্যাচে নাদাল তিন সেটের লড়াইয়ে ৬-৭ (২), ৬-৩, ৬-৪ হারালেন ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গাকে। পরে নাদাল ম্যাচের ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘কোর্টে ফিরে দারুণ লাগছে। এই অনুভূতির তুলনা নেই।’
বিতর্কে বক্সার
বিতর্কে জড়ালেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিটিশ পাকিস্তানি বক্সার আমির খান। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি আগ্নেয়াস্ত্র আকারের একটি হুঁকো হাতে নিয়ে ছবি পোস্ট করে লেখেন, ‘একে হুঁকোর সঙ্গে একে’। নিজে হুঁকো না খেলেও হুঁকোর আকার দেখে সেটা সবার সঙ্গে শেয়ার না করে পারেননি আমির। কিন্তু ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে জনপ্রিয় তারকাকে অনেক ভক্তই অন্ধ অনুকরণ করেন। আমিরের মতো সেলিব্রিটিরা এ সব ছবি পোস্ট করলে যুবমানসে কী প্রভাব পড়বে? হুঁকো বা আগ্নেয়াস্ত্র কোনওটাই উত্সাহ দেওয়ার মতো কিছু নয়।
শুভেচ্ছা বিনিময়
আটলেটিকো মাদ্রিদের অনুশীলনে গিয়ে দিয়েগো সিমিওনের দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আটলেটিকো দে কলকাতার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের। মাদ্রিদে এক মাসের প্রস্তুতি শিবির এ দিনই শেষ হল আটলেটিকো দে কলকাতার। শনিবার বিকেলেই শহরে ফিরছে দল। তার আগে সিমিওনে-সহ কোকে, মিরান্দা, হুয়ানফ্রানদের সঙ্গে ছবি তুললেন আইএসএলে কলকাতার দলের রাকেশ মাসি, বলজিত্ সিংহ, সঞ্জু প্রধানরা। দলের টিম স্পিরিটের কথা তুলে ধরেন সিমিওনে। বলেন, বিপক্ষের তারকাদের নাম মাথায় না রেখে আত্মবিশ্বাস এবং দলগত সংহতিতে আস্থাই দেখাতে পারে সাফল্য। এমনকী আটলেটিকো দে কলকাতার ম্যাচ দেখতে ভারতে আসার ইচ্ছাও ব্যক্ত করেন আটলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে।
রাজ্য চকবল চ্যাম্পিয়নশিপ
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্য চকবলের ফাইনালে ছেলেদের বিভাগে নৈহাটি নবোদয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হল এন্টালি আদর্শ সঙ্ঘ। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন সোনারতরী ক্লাব। রানার্স নতুনহাট ক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিজয় দাস ও পায়েল দাস।