টুকরো খবর

বন্ধুত্ব ভুলে আজ তাঁরা প্রতিদ্বন্দ্বী। এক দিকে লিওনেল মেসি। যাঁর লক্ষ্য বার্সেলোনার ম্লান হয়ে যাওয়া আধিপত্য ফেরানো। অন্য দিকে সের্জিও আগেরো। যাঁর লক্ষ্য গত বছরের ম্যাঞ্চেস্টার সিটির হারের বদলা নেওয়া। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইউরোপের হেভিওয়েটদের লড়াইয়ে এতিহাদ স্টেডিয়ামে প্রথম পর্বে বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার সিটি আর্জেন্তিনার গৃহযুদ্ধ!

Advertisement
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:১৭
Share:

চ্যাম্পিয়ন্স লিগে গৃহযুদ্ধ আর্জেন্তিনার

Advertisement

নিজস্ব প্রতিবেদন

বন্ধুত্ব ভুলে আজ তাঁরা প্রতিদ্বন্দ্বী। এক দিকে লিওনেল মেসি। যাঁর লক্ষ্য বার্সেলোনার ম্লান হয়ে যাওয়া আধিপত্য ফেরানো। অন্য দিকে সের্জিও আগেরো। যাঁর লক্ষ্য গত বছরের ম্যাঞ্চেস্টার সিটির হারের বদলা নেওয়া। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইউরোপের হেভিওয়েটদের লড়াইয়ে এতিহাদ স্টেডিয়ামে প্রথম পর্বে বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার সিটি আর্জেন্তিনার গৃহযুদ্ধ! কিছু দিন আগে পর্যন্ত ফুটবল বিশেষজ্ঞদের বিশ্বাস ছিল, বার্সার ভয়ঙ্কর ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ উড়িয়ে দেবে সিটির চ্যালেঞ্জ। কিন্তু শেষ দুটো প্রিমিয়ার লিগ ম্যাচে মোট নয় গোল করে ফের ছন্দে আগেরোর দল। বরং দু’দিন আগেই লা লিগায় মালাগার কাছে বার্সার অপ্রত্যাশিত হারের পরে প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি ছন্দহীন বার্সার বিরুদ্ধে গত বারের হারের বদলা নেবে ম্যান সিটি? তাদের অন্যতম সেরা ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি হুঙ্কার দিয়েছেন, “বার্সেলোনা দারুণ দল। আমরাও খুব ভাল খেলছি কিন্তু।” কোম্পানির সঙ্গে একমত কোচ ম্যানুয়েল পেলিগ্রিনিও। “শুরুর থেকেই আক্রমণাত্মক খেলতে হবে। গোল করতে হবে।” কাল ম্যান সিটির হয়ে খেলতে পারেন উলফ্রেড বনি। যাঁকে জানুয়ারিতে সই করানো হয় সোয়ানসি সিটি থেকে। বার্সা কোচ লুই এনরিকের মতে, মালাগার কাছে হার থেকে শিক্ষা নিয়েই সিটির বিরুদ্ধে খেলবে তাঁর দল। “দরকার ছিল এই হারের। এ বার হয়তো দল ভাল খেলবে।” তবে স্প্যানিশ ফুটবলমহলে শোনা যাচ্ছে, মালাগা ম্যাচের পরে নাকি ড্রেসিংরুমে এনরিকে ঝামেলায় জড়ান মেসির সঙ্গে। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে, আর্জেন্তিনীয় মহাতারকা কি আদৌ খুশি বার্সায়? যে প্রসঙ্গে এনরিকে বলেছেন, “অনেক কিছুই লেখা হয়। সব কিছু সত্যি হয় না।”

Advertisement

শুরুতেই বিদায় চ্যাম্পিয়নের

গত বছরের অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন এ বার কলকাতা ওপেনের শুরুতে ছিটকে গেলেন অপ্রত্যাশিত ভাবেই। গত বার একটা রাউন্ড জিতেছিলেন প্রথম নয় গেম টানা হারা সত্ত্বেও! ডেভিস কাপে নোভাক জকোভিচের সেই সার্বিয়ান টিমমেট ইলিয়া বোজোলিয়াক সোমবার সল্টলেকে বিটিএ-র কোর্টে এটিপি চ্যালেঞ্জারে প্রথম রাউন্ডে মাসল ক্র্যাম্প আর মাথা ঘোরায় দু’বার মেডিক্যাল টাইম আউট নিয়ে শুশ্রূষা করিয়ে তীব্র লড়েও শেষমেশ নিজের শরীর আর পর্তুগিজ প্রতিপক্ষ ফেরেরা সিলভাকোনওটাই জয় করতে পারেননি। ৬-৪, ৬-৭ (৪-৭), ৩-৬। শীর্ষ বাছাই, বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০৭ জেমস ডাকওয়ার্থ প্রি-কোয়ার্টারে পৌঁছে এ বার সনম সিংহের সামনে। যে ভারতীয় ডেভিসকাপারের গত সপ্তাহেই দিল্লি ওপেনে শীর্ষ বাছাইকে হারানোর টাটকা নজির আছে। ও দিকে, আজই দুবাইয়ে এটিপি টুর্নামেন্টে জকোভিচকে (সঙ্গী স্বদেশীয় লাজলো জেরে) ডাবলসে হারালেন রোহন বোপান্না। ড্যানিয়েল নেস্টরকে নিয়ে ৬-২, ৭-৫। কোয়ার্টারে আর একটা নেস্টর-পেজ ডাবলস লড়াই হতে পারে। যদি লিয়েন্ডার পেজ-ক্লাসেন প্রথম রাউন্ড জেতেন। যাঁরা রবিবার রাতে ডেলারি বিচে রানার্স হয়েছেন। ফাইনালে বিশ্বসেরা ব্রায়ান ভাইদের বিরুদ্ধে টাইব্রেকে হেরে।

ব্রাজিল চললেন রোমিও

গুরপ্রীত সিংহ সান্ধু, ভাইচুং ভুটিয়ার মতোই আর এক ভারতীয় ফুটবলারকে খেলতে দেখা যাবে বিদেশে। তবে ইউরোপে নয়, লাতিন আমেরিকায়। ব্রাজিলীয় লিগের প্রথম ডিভিশনে খেলা আটলেটিকো প্যারানেন্সিতে সই করলেন ডেম্পোর রোমিও ফার্নান্দেজ। যেখানে জুন মাস পর্যন্ত লিয়েনে থাকবেন তিনি। পছন্দ হলে তাঁর সঙ্গে পাকাপাকি ভাবে চুক্তিবদ্ধ হবে প্যারানেন্সি। আইএসএলে এফসি গোয়ার হয়ে দুর্দান্ত খেলেছিলেন রোমিও। সেখানেই তাঁকে পছন্দ হয় এফসি গোয়া কোচ জিকোর। তিনিই রোমিওর নাম প্রস্তাব করেন প্যারানেন্সিকে।

অন্য খেলায়

সারা ভারত ইলেকট্রিসিটি বোর্ড ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিইএসসি। সোমবার ফাইনালে তারা ন’উইকেটে হারায় ডব্লুবিএসইবিকে। ডব্লুবিএসইবির ১৪০-৭ টার্গেট ১৬ ওভারে তুলে নেয় সিইএসসি (১৪৪-১)। শ্রীবৎস গোস্বামী করেন ৯২।

অন্য খেলায়

সাদার্ন পার্ক আরওপিএ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ৭-৯ মার্চ রবীন্দ্র সরোবরে বিটিটিএ কোচিং স্কুলে। যোগদানের শেষ তারিখ ২ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement