Brett Lee

ভারত জিতলে অবাক হবেন না লি

অন্য দিকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন, ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হোক বুমরাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০৩:৫৭
Share:

—ফাইল চিত্র

প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি মনে করেন, চোটগ্রস্ত দল নিয়েও ব্রিসবেন জয় করতে পারে ভারত। রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরাকে ছাড়াও ভারতের জেতার ক্ষমতা আছে বলেই জানিয়েছেন লি।

Advertisement

বৃহস্পতিবার এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে লি বলেছেন, “গ্যাবায় ভারত জিতলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে ভারতের একটাই সমস্যা। প্রথম একাদশে উপযুক্ত ক্রিকেটার তারা নিতে পারে কি না সেটাই দেখার।” যোগ করেন, “অস্ট্রেলীয় পেসারদের উপরেই নির্ভর করছে এই ম্যাচ। যদি ওরা ভাল ছন্দে থাকে, তা হলে এগিয়ে রাখব অস্ট্রেলিয়াকেই। যদি সে রকম ছন্দে ওরা না থাকে, তা হলে সিরিজ জিততেই পারে ভারত।”

অন্য দিকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন, ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হোক বুমরাকে। ভারতীয় দলের মূল অস্ত্র বলেই যেন বুমরার উপরে অতিরিক্ত চাপ দেওয়া না হয়। ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড সম্পর্কে ওয়াকিবহাল টিম ম্যানেজমেন্ট। মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের ওয়ার্কলোড বিবেচনা করেই তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। বর্তমানে তিনজনই চোটে কাবু। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে বুমরাকে খেলানো না হলে বিপক্ষকে কী করে চাপে রাখবে ভারত? গম্ভীর মনে করেন, বিপক্ষকে চাপে রাখার পরিকল্পনায় দলের সেরা অস্ত্রের উপরে যেন অবিচার না হয়।

Advertisement

বৃহস্পতিবার এক ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলকে গম্ভীর বলেছেন, “বুমরার প্রতি বিশেষ খেয়াল রাখতেই হবে। কারণ, ভারতীয় পেস বিভাগের সম্পদ ও। সেরা অস্ত্রও বলা যেতে পারে। ভারতীয় দলের দেখার দায়িত্ব, বুমরা যেন ফিট থাকে। অতিরিক্ত চাপ যেন দেওয়া না হয় ওর উপরে।” ফেব্রুয়ারি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের মাটিতে। প্রথম ম্যাচ ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। সে ম্যাচে শামি, উমেশদের হয়তো পাওয়া যাবে না। যদি বুমরাও না খেলেন, তা হলে ইংল্যান্ডকে কি চাপে রাখা যাবে? গম্ভীরের মত, “বুমরাকে টানা চারটি টেস্ট খেলানো উচিত নয়। ওর প্রতি একেবারেই অবিচার করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement