রাজার মতোই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকিয়ে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন। আর সোমবার একদিনের ক্রিকেটে ঢুকে এলেন ২০০ ওভার বাউন্ডারির দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলে। এদিন ২৭ বলে ৪৭ রান করলেন ম্যাকালাম। এই ৪৭ রানের মধ্যে ছিল ৩টি ছয়। ২৬০ ইনিংস খেলে এই মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। একদিনের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের সৈয়দ আফ্রিদি। তাঁর সংখ্যা ৩৫১। দ্বিতীয় স্থানে ২৭০টি ওভার বাউন্ডারি নিয়ে রয়েছেন সনৎ জয়সূর্য। তৃতীয় ক্রিস গেইল। তিনি বাউন্ডারির বাইরে বল পাঠিয়েছেন ২৩৮ বার। চতুর্থ স্থানে চলে এলেন ম্যাকালাম। এদিন তিনি ব্যাট করতে নামার সময় তাঁকে গার্ড অফ অনার দেন তাঁর সতীর্থরা। আউট হয়ে ফেরার সময় পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে বিদায় জানায়।
আরও খবর
ছবি তুলতে গিয়েই কেঁপে উঠল ডেল স্টেইনের বুক, ওটা ব্ল্যাক মাম্বা