রবিনহো।
ধর্ষণের অভিযোগে ব্রাজিলের তারকা ফুটবলার রবিনহো-কে ন’বছরের কারাদণ্ড দিল ইতালির আদালত।
২০১৩-য় ইতালির মিলানের নাইট ক্লাবে এক আলবেনীয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল রবিনহো ও তাঁর পাঁচ সঙ্গীর বিরুদ্ধে। ওই মহিলাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ। রবিনহোর কারাদণ্ডের নির্দেশ দিলেও তাঁর পাঁচ সঙ্গীর কোনও খোঁজ না মেলায় তাদের বিচার আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: রেকর্ড গোল নেমারদের, শেষ ষোলোয় মেসিরা
সুযোগ নষ্ট করে হার, আশঙ্কায় মোরিনহো
ইনস্টাগ্রামে একটি পোস্টেও রবিনহো লেখেন, এই ঘটনায় তিনি কোনও ভাবেই জড়িত নন। শুধু তাই নয়, তাঁর আইনজীবীর মাধ্যমেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পাশাপাশি এটাও জানা গিয়েছে, এই মামলার কোনও শুনানিতে এখনও পর্যন্ত ইতালির আদালতে তিনি হাজিরা দেননি।
স্যান্টোস-এর ফুটবল কেরিয়ার শুরু করেন রবিনহো। দেশের হয় ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি-র হয়েও। বর্তমানে তিনি ব্রাজিলে খেলছেন আতলেতিকো মিনেইরোর হয়ে।
ফুটবল বিশ্বে রবিনহো অন্যতম ক্রেজ ছিল। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্বভাবতই হতাশ ফুটবলপ্রেমীরা।