চার দশক পরে ছয়ে ছয় ব্রাজিলের

ব্রাজিলের জার্সিতে প্রাক-বিশ্বকাপের লড়াইয়ে পেরুর বিরুদ্ধে শততম ম্যাচটা জিতলেন দানি আলভেজ।

Advertisement

সংবাদ সংস্থা

লিমা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০৪:৩৪
Share:

ব্রাজিলের দুই গোলদাতা, গ্যাব্রিয়েল ও রেনাতো। ছবি: রয়টার্স।

ব্রাজিলের জার্সিতে প্রাক-বিশ্বকাপের লড়াইয়ে পেরুর বিরুদ্ধে শততম ম্যাচটা জিতলেন দানি আলভেজ।

Advertisement

১৯৬৯ সালের পর কোনও টুর্নামেন্টে এই প্রথম বার টানা ছ’টি ম্যাচ জিতল তিতের ব্রাজিল। এই ছয় ম্যাচে এক গোল হজম করতে হলেও ব্রাজিল গোল করেছে ১৯।

এই ছ’ম্যাচের মধ্যে পাঁচটিতেই গোল করে পেলের দেশে ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলের নয়া গোলমেশিন গ্যাব্রিয়েল জেসুস। আগামী জানুয়ারিতেই যিনি যোগ দিচ্ছেন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিতে।

Advertisement

নিট ফল— আর্জেন্তিনাকে ঘরের মাঠে চূর্ণ করার পর অ্যাওয়ে ম্যাচে পেরুকে ২-০ হারিয়ে দ্বাদশ রাউন্ডের পর দশ দলের লাতিন আমেরিকা গ্রুপে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের থেকে এই মুহূর্তে চার পয়েন্ট এগিয়ে নেইমাররা।

ভারতীয় সময় বুধবার সকালের ম্যাচে গোলও করলেন এবং রেনাতো অগাস্তোকে দিয়ে করালেন সেই গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের পর ব্রাজিলের জনপ্রিয় ও’ গ্লোবো টেলিভিশনে জেসুসের প্রতিক্রিয়া, ‘‘আমার ন’নম্বর জার্সিটা পরার জন্য ব্রাজিলের অনেক ছেলেই মুখিয়ে থাকে। সেখানে এই বিরল সুযোগ পেয়ে টিমকে যে আমি সাহায্য করতে পারছি, সেটাই জীবনের একটা বড় প্রাপ্তি।’’

প্রাক-বিশ্বকাপের ম্যাচে এর আগের দশটি সাক্ষাতে ব্রাজিলকে হারাতে না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধে ব্রাজিল রক্ষণকে প্রবল চাপের মধ্যেই ফেলেছিল পেরু। এর মধ্যে ম্যাচের সাত মিনিটেই সেলেকাও রাইট ব্যাক দানি আলভেজকে ড্রিবল করে গোলের দরজা প্রায় খুলে ফেলেছিলেন বেনফিকার স্ট্রাইকার আন্দ্রে কারিলো। কিন্তু তাঁর গড়ানো শট ব্রাজিল কিপার অ্যালিসনকে পরাস্ত করেও পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এই গোলের পরেই ভেঙে পড়ে পেরুর যাবতীয় প্রতিরোধ। ৭৯ মিনিটে পেরু বক্সের মধ্যে জেসুসের পাস থেকেই ডান পায়ের দুরন্ত প্লেসিংয়ে গোল করে যান রেনাতো অগাস্তো। এই হারের ফলে পেরুর যোগ্যতামান পেরোনো কিছুটা কষ্টকর হয়ে দাঁড়াল। দ্বাদশ রাউন্ডের পর তাদের পয়েন্ট ১৪। লিগ টেবলে তারা রয়েছে অষ্টম স্থানে। দশ দলের এই লাতিন আমেরিকা গ্রুপ থেকে প্রথম চার দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলকে যোগ্যতা অর্জনের জন্য প্লে অফ খেলতে হবে। সে ক্ষেত্রে পেরুকে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যেতে হলে বাকি ছ’ম্যাচেই জিততে হবে।


উরুগুয়ের হার

সান্তিয়াগোতে চিলির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-৩ হারল উরুগুয়ে। যে ম্যাচে আবার পেনাল্টি নষ্ট করলেন লুইস সুয়ারেজ। উল্টোদিকে চোট নিয়ে জল্পনার মাঝেও মাত্র ১৬ মিনিটের ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় চিলির হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক অ্যালেক্সিস স্যাঞ্চেজ। গত সপ্তাহেই কলম্বিয়ার বিরুদ্ধে থাই মাসলে চোট পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত ছিলেন তিনি। স্যাঞ্চেজের খেলা নিয়ে চিন্তিত ছিলেন তাঁর ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার স্বয়ং। বলেছিলেন, ‘‘স্যাঞ্চেজের পক্ষে এই ম্যাচে মাঠে নামা আত্মহত্যার সামিল।’’ যদিও মাঠে নেমে সব জল্পনাই ওলটপালট করে দেন স্যাঞ্চেজ। উরুগুয়েকে হারিয়ে দ্বাদশ রাউন্ডের শেষে ২০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপে চতুর্থ স্থানে রইল চিলি। যদিও ম্যাচের শুরুতেই ১৪ মিনিটের মাথায় এডিনসন কাভানির গোলে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। শেষ বেলায় সুয়ারেজকে বক্সের মধ্যে চিলির গঞ্জালো জারা পাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু সুয়ারেজের সেই পেনাল্টি আটকে দেন চিলির কিপার ক্লদিও ব্রাভো।

ইংল্যান্ডের ড্র

প্রীতি ম্যাচে ঘরের মাঠ ওয়েম্বলিতে স্পেনের বিরুদ্ধে ৮৯ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করল গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। ম্যাচের ন’মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যাডাম লাল্লানা। দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে গোল করে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়িয়েছিলেন জেমি ভার্দি। কিন্তু ৯০ মিনিটে গোল করে স্পেনের হয়ে ব্যবধান কমান এই ম্যাচেই স্পেনের জার্সিতে অভিষেক হওয়া লিভারপুলের প্রাক্তন ফরোয়ার্ড ইয়াগো আসপাস। ৯৬ মিনিটে দুরন্ত প্লেসিংয়ে স্পেনের হয়ে ২-২ করেন ইস্কো।

জার্মানির ড্র

মিলানের সানসিরো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ০-০ শেষ করল ইতালি। চলতি বছরে এটিই ছিল জোয়াকিম লো-র দলের শেষ ফ্রেন্ডলি। নির্বিষ ম্যাচে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ইতালির বালোতেলির শট পোস্টে লেগে ফেরা। চলতি বছরে এই নিয়ে ১৬ টি প্রীতি ম্যাচ খেলল জোয়াকিম লো-র টিম। যার মধ্যে ১১ টি ম্যাচেই জিতেছে জার্মানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement