হগের ভোট রায়নার দিকে। —ফাইল চিত্র।
ক্রিস গেল, বিরাট কোহালি নন, সুরেশ রায়নাকে আইপিএল-এর অন্যতম সেরা পাওয়ারপ্লে প্লেয়ার বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ।
ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না ও ইংল্যান্ডের জস বাটলার— এই তিন জন ক্রিকেটারকে আইপিএল-এর সেরা পাওয়ারপ্লে প্লেয়ার বলে উল্লেখ করেছেন প্রাক্তন অজি স্পিনার।
কাকে কোন স্থানে রাখছেন এই প্রাক্তন স্পিনার? কারণ ব্যাখ্যা করে হগ বলছেন, ‘‘সবার উপরে থাকবে ডেভিড ওয়ার্নার। অফসাইডে দারুণ শক্তিশালী ব্যাটসম্যান ও। রানিং বিটুইন দ্য উইকেটও বেশ ভাল।’’
আরও পড়ুন: সচিন থেকে রোনাল্ডো... করোনা-যুদ্ধে কে কত টাকা দিলেন জেনে নিন
ভারতের তারকা সুরেশ রায়না প্রসঙ্গে হগ বলছেন, ‘‘সিএসকে-র হয়ে রায়না যে ভাবে খেলে, তা মুগ্ধ করার মতোই। খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাট করতে নামে রায়না। ব্যাট করার সময়ে নির্দিষ্ট কয়েকজন বোলারকে রায়না টার্গেট করে। স্ট্রাইক রোটেট করতে পারে। ওকে আমি দু’ নম্বরে রাখছি।’’
আরও পড়ুন: বিরাটই দলের বস, বলছেন শাস্ত্রী
বিরাট কোহালির মতো ব্যাটসম্যান থাকলেও হগ কিন্তু সব দিক বিচার করে রায়নাকে সেরা তিনের মধ্যে রাখলেন।