চাকার-শোধনের ধাক্কায় বোলিং ছাড়ছেন অনেকে

ময়দানে চাকার-শোধন শিবিরের ঠেলায় নাকি অনেকে বোলিং করাই ছেড়ে দিচ্ছেন! তাঁরা নাকি রীতিমতো চিঠি দিয়ে সিএবি-কে জানিয়ে দিয়েছেন, ‘‘ঢের হয়েছে। আর বোলিং নয়।’’ সন্দেহজনক অ্যাকশন-সহ বোলারদের তালিকায় এমন অনেকেই রয়েছেন, যাঁরা সিনিয়র এবং ভাল ব্যাটিং করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৪:০৯
Share:

ময়দানে চাকার-শোধন শিবিরের ঠেলায় নাকি অনেকে বোলিং করাই ছেড়ে দিচ্ছেন! তাঁরা নাকি রীতিমতো চিঠি দিয়ে সিএবি-কে জানিয়ে দিয়েছেন, ‘‘ঢের হয়েছে। আর বোলিং নয়।’’

Advertisement

সন্দেহজনক অ্যাকশন-সহ বোলারদের তালিকায় এমন অনেকেই রয়েছেন, যাঁরা সিনিয়র এবং ভাল ব্যাটিং করেন। তাঁদের অনেকেই আর ক্লাব ক্রিকেটে বোলিং না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সিএবি সূত্রের খবর। প্রায় জনা দশেক ক্রিকেটার নাকি জানিয়ে দিয়েছেন, এই বয়সে আর অ্যাকশন শুধরে মাঠে ফেরা সম্ভব নয়। তার চেয়ে বরং আর বোলিং না করে শুধু ব্যাটিং আর ফিল্ডিংয়ে মন দেওয়াই ভাল।

তবে যে সব সিনিয়রদের বোলিং ছাড়া মাঠে থাকার কোনও উপায় নেই, যেমন, কাঞ্চন মাইতি, সুলতান আহমেদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মতো সেই সিনিয়র স্পিনাররা এই শিবিরে খুব খাটছেন বলে জানালেন শিবিরের ভারপ্রাপ্ত কোচেরা। নিজেদের শোধরানোর জন্য তাঁরা আরও এক মাস সময় পেয়ে যাচ্ছেন। কথা ছিল ১০ জুলাই চাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ইডেনের লাগোয়া পঙ্কজ গুপ্ত ইন্ডোরের সংস্কারের কাজ পিছিয়ে যাওয়ায় চাকারদের শোধরানোর শিবির আরও এক মাস চলবে বলে ঠিক হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অগস্টের প্রথম সপ্তাহে। বাড়তি সময় পেয়ে যাওয়ায় খুশি এই শিবিরের দায়িত্বে থাকা অন্যতম বিশেষজ্ঞ প্রাক্তন পেসার দত্তাত্রেয় মুখোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘‘চার দিনের শিবির শেষে আমরা ১৩জনকে ছাড়পত্র দিয়েছি। তবে এ বার শিবিরে ৩৮ জন আসেনি। এরা অনেকে ১৫ ডিগ্রির বর্ডার লাইনে আছে। ওরা এলে আরও অনেককে ছাড়পত্র দেওয়া যেত। ওদের ফের ডাকা হবে। আশা করি আরও এক মাস সময় পেয়ে যাওয়ায় আরও অনেককে শোধরানো যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement