ফের মোটা অঙ্কের আর্থিক চুক্তি করল সিএবি। আন্তর্জাতিক ম্যাচে ইডেনের মাঠে যাবতীয় বিজ্ঞাপন বিপণনের দায়িত্ব নিল টোয়েন্টিয়েথ সেঞ্চুরি মিডিয়া (টিসিএম) নামের এক ভারতীয় সংস্থা। সিএবি-র সঙ্গে বছরে চার কোটি টাকার চুক্তি হয়েছে তাদের।
এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘ইডেনে যা বিজ্ঞাপনের ডিসপ্লে থাকবে, তা এ বার থেকে এই সংস্থাই আনবে। আমাদের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ওদের।’’ এর আগেও আরও কয়েকটি স্পনসরশিপ চুক্তি করেছে সিএবি। সবক’টি চুক্তি থেকে বছরে প্রায় দশ কোটি টাকা আয় হবে বলে সিএবি সূত্রের খবর। যা আজ পর্যন্ত কখনও হয়নি বাংলার ক্রিকেটে। এ ছাড়া ইডেনের ‘নেমিং রাইটস’ নিয়েও টেন্ডার ডাকা হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। এই প্রস্তাবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা চলছিল, তাতে সিএবি জিতেছে। ইডেনের নামের সঙ্গে এখন কোনও ব্র্যান্ডের নাম জোড়ার চুক্তি করতে আপাতত আর কোনও আইনি বাধা নেই তাদের।