জাতীয় দলে কোহালির ভরসা ভুবি। —ফাইল চিত্র।
প্রশ্ন করেছিলেন ডেভিড ওয়ার্নার। জবাবে অজি ওপেনারকে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার।
করোনাভাইরাসের দাপটে ক্রিকেট-সহ অন্যান্য খেলা এখন বন্ধ। এই পরিস্থিতিতে সোশ্যাল সাইটে ওয়ার্নার ও ভুবি আলাপচারিতায় মেতে উঠেছিলেন। নানা বিষয়ে দুই তারকা কথা বলেন। ভারতীয় পেসারকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ওয়ার্নার। জিজ্ঞাসা করেছিলেন, ‘‘ধরে নাও টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। শেষ বলে চার রান দরকার অস্ট্রেলিয়ার। তুমি আমাকে কী বল করবে?’’
আরও পড়ুন: ধোনিকে জাতীয় দলে দেখছেন না ভারতের বিশ্বকাপজয়ী পেসারও
ভুবির উত্তরের অপেক্ষা না করেই অজি বাঁ হাতি ওপেনার বলে ওঠেন, ‘‘আমার মনে হয় তুমি নাকল বল দিতে। কারণ ফাইনাল এমসিজি-তে। আর উইকেট থেকে বাউন্ডারির দূরত্বও অনেকটাই।’’
ওয়ার্নারের প্রশ্ন শুনে ভুবনেশ্বর কুমার বলে ওঠেন, ‘‘প্রথম কথা হল, শেষ ওভারে তোমাকে বল করতে হবে বলে আমার মনে হয় না। কারণ আমি তোমাকে প্রথম ওভারেই আউট করে দেব।’’ তার পরে ভুবি আরও যোগ করেন, শুধু মাত্র যে নাকল বল তিনি ব্যবহার করতেন তা নয়। হয় ওয়ার্নারকে বাউন্সার দিতেন অথবা পরিস্থিতি অনুযায়ী বল করতেন।