Bengaluru FC

কোভিড বিধি লঙ্ঘন করায় বড় শাস্তির মুখে বেঙ্গালুরু এফসি

বেঙ্গালুরু এফসির কিছু ফুটবলারের এই আচরণে বিরক্ত সে দেশের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফও।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৯:০১
Share:

বেঙ্গালুরু এফসি ফাইল চিত্র

মলদ্বীপে কোভিড বিধি লঙ্ঘন করায় বড় শাস্তির মুখে পড়তে চলেছে বেঙ্গালুরু এফসি। দলের তিন বিদেশি সদস্য সুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হল সুনীল ছেত্রীর দলকে। রবিবারই এএফসি কাপ স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

Advertisement

প্রথমে রাজি না থাকলেও পরে সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে এএফসি কাপের ম্যাচ আয়োজন করার উদ্যোগ নেয় মলদ্বীপের ক্রীড়া মন্ত্রক। তবে বেঙ্গালুরু এফসি-র কিছু ফুটবলারের এই আচরণে বিরক্ত সে দেশের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফও। টুইট করে তিনি জানিয়ে দেন ভারতের ক্লাবকে এখনই তাঁদের দেশ ছাড়তে হবে। এই আচরণ সে দেশের সরকার বরদাস্ত করবে না।

ক্ষমা চেয়ে টুইট করেন বেঙ্গালুরুর কর্ণধার পার্থ জিন্দলও। তবে তাতে ছাড় পাচ্ছে না বেঙ্গালুরু। কারণ এই ঘটনার জেরেই স্থগিত করে দিতে হয়েছে গোটা প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement