ড্র করেও তিনে উঠলেন বঙ্গযোদ্ধারা

শনিবার নিজেদের ঘরের স্টেডিয়াম নেতাজি ইন্ডোরে কলকাতা পর্বের প্রথম ম্যাচ খেলল রমেশের দল।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫১
Share:

আকর্ষণ: কলকাতায় প্রো কবাডি লিগের সূচনায় মানসী। নিজস্ব চিত্র

তাঁদের আক্রমণ বিভাগ নিয়ে কথা বললেই মুখ আলো করা হাসি বেঙ্গল ওয়ারিয়র্স কোচ বি সি রমেশের মুখে। কারণ, এ বারের প্রো-কবাডি লিগে তাঁদের আক্রমণ ভাগ সব ম্যাচ মিলিয়ে তুলে এনেছে ৫০ পয়েন্ট। কিন্তু আক্রমণ ও রক্ষণ ভাগের সঙ্গে ঠিক মেলবন্ধন না হওয়ায় চিন্তিত বঙ্গযোদ্ধাদের কোচ।

Advertisement

শনিবার নিজেদের ঘরের স্টেডিয়াম নেতাজি ইন্ডোরে কলকাতা পর্বের প্রথম ম্যাচ খেলল রমেশের দল। গুজরাত ফরচুনজায়ান্টসের বিরুদ্ধে হারতে বসা সেই ম্যাচ বঙ্গযোদ্ধারা ড্র করলেন শেষ মুহূর্তে দলের অধিনায়ক মনিন্দর সিংহের ক্ষিপ্র আক্রমণের সৌজন্যে। শেষ মিনিটেও ২৩-২৫ পয়েন্টে পিছিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স। সেখান থেকে বঙ্গযোদ্ধাদের অধিনায়ক মনিন্দর সিংহের ‘রেইড’ শেষের চল্লিশ সেকেন্ডে দুই পয়েন্ট এনে দেয় বেঙ্গল ওয়ারিয়র্সকে। বেঙ্গল ওয়ারিয়র্সের ম্যাচ শেষ হয় ২৫-২৫ ফলে।

ম্যাচ ড্র হলেও ১৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১২ দলের প্রো-কবাডি লিগে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন বঙ্গযোদ্ধারা। ম্যাচ শেষে কোচ রমেশ বলে গেলেন, ‘‘আমদাবাদে ওদের ঘরের স্টেডিয়ামে শেষ মুহূর্তের আক্রমণে জিতেছিলাম। আজ ড্র হল। প্রথমার্ধে এগিয়ে ছিলাম। আমাদের আরও উন্নতি দরকার।’’

Advertisement

এ দিন প্রো-কবাডি লিগের কলকাতা পর্বের সূচনার দিনে স্টেডিয়াম ভরা ছিল বাংলার দলটির সমর্থনে। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদ্য সুইৎজ়ারল্যান্ডের বাসেলে প্যারা ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ী মানসী জোশী। কলকাতার দর্শকদের দেখে তিনিও আপ্লুত। বললেন, ‘‘কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শকদের সম্পর্কে অনেক কথা শুনেছি। আজ তার কিছুটা চাক্ষুস করতে পারলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement