Chuni Goswami

শুক্রবার চুনী, আখতারের স্মরণসভা

গত বছর ৩০ এপ্রিল প্রয়াত হন চুনী। আখতার আলি প্রয়াত হন গত ৭ ফেব্রুয়ারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৪
Share:

চুনী গোস্বামী ও আখতার আলি।

শুক্রবার চুনী গোস্বামী ও আখতার আলির স্মরণসভা আয়োজন করেছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন (বিটিএ)। গত বছর ৩০ এপ্রিল প্রয়াত হন চুনী। আখতার আলি প্রয়াত হন গত ৭ ফেব্রুয়ারি।

Advertisement

বিটিএ-র সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন প্রাক্তন ফুটবলার চুনী। বিশেষ করে যুবভারতীতে বিটিএ-র দপ্তর চলে আসার পর আরও বেশি করে এর সঙ্গে জড়িয়ে পড়েন চুনী। নিয়মিত আসতেন। ফলে বিটিএ-র কর্তা, সদস্যদের মধ্যে চুনীকে নিয়ে অজস্র স্মৃতি রয়েছে। সেগুলিই উঠে আসবে শুক্রবারের স্মরণ সভায়।

ভারতীয় ডেভিস কাপ দলের প্রাক্তন অধিনায়ক আখতার আলি ৬০ বছর ধরে সারা দেশ থেকে অজস্র টেনিস খেলোয়াড় তুলে এনেছেন। বিটিএ-ও তার ব্যতিক্রম নয়। এখানকার অনেক ছাত্র-ছাত্রীই আখতারের হাতে পড়ে পরবর্তী কালে সফল হয়েছেন। বিটিএ-তে গেলেই দেখা যেত, সেখানে খুদেদের খেলা শেখাচ্ছেন তিনি।

Advertisement

২৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই দুজনের স্মরণসভা আয়োজন করবে বিটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement