—প্রতীকী ছবি।
বাংলার টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ইস্টবেঙ্গল কী নামে খেলবে, তা নিয়ে প্রশ্ন ওঠে মঙ্গলবার ক্রিকেটার বাছাই পর্বের শেষে। ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় 'এসসি ইস্টবেঙ্গল' নয়, ইস্টবেঙ্গল হিসেবে খেলছে তারা।
সেপ্টেম্বরে ক্লাবের পক্ষ থেকেই বলা হয় ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও এসসি ইস্টবেঙ্গল হিসেবেই তারা খেলবে। কিন্তু এখনও পর্যন্ত শ্রী সিমেন্টের সঙ্গে ক্রিকেট-বিষয়ক চুক্তি পাকা হয়নি। তাই আসন্ন প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল নামেই খেলছে তারা।
২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। শেষ ১০ ডিসেম্বর। মোট ছ’টি দল খেলবে এই প্রতিযোগিতা। যেখানে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, টাউন, তপন মেমোরিয়াল ও কাস্টমস ক্লাব। প্রত্যেকটি দল ১০টি করে ম্যাচ খেলবে লিগ স্তরে। সেরা চার দল মুখোমুখি হবে ফাইনালে। ইডেনে দিনে দু'টি করে ম্যাচ আয়োজন করা হবে। কলকাতার এক পাঁচ তারা হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে ক্রিকেটারদের জন্য। ২১ নভেম্বরের মধ্যে প্রত্যেক ক্রিকেটারকে গিয়ে উঠতে হবে সেই হোটেলে। সেখান থেকে বাসে করে এসে ক্রিকেটারেরা ম্যাচ খেলেই ফিরে যাবেন হোটেলে।
এ দিন ক্রিকেটারদের ড্রাফ্টিংয়ে ছ'টি দলই নিজেদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের বেছে নেয়। মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, আকাশ দীপকে রেখে দেওয়ার পাশাপাশি এ দিন ঋত্বিক চট্টোপাধ্যায়, অনুরাগ তিওয়ারিদের নিয়েছে মোহনবাগান। অভিমন্যু ঈশ্বরণ, শ্রীবৎস গোস্বামী, অর্ণব নন্দীদের রেখে দিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার তারা দলে নেয় সায়নশেখর মণ্ডল, কণিষ্ক শেঠ, অরিন্দম ঘোষদের। এ ছাড়া কালীঘাট নিয়েছে সৌরভ মণ্ডল, জয়জিৎ বসুদের। তপন মেমোরিয়ালের হয়ে খেলছেন কৌশিক ঘোষ, প্রয়াস রায়বর্মণরা। কাস্টমসের হয়ে খেলছেন করণ লাল, অগ্নিভ পানরা। সুদীপ ঘরামি, কাজি জুনেই সৈফি, মহম্মদ কাইফ খেলবেন টাউনের হয়ে।