প্রতীকী ছবি।
আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বাংলার সম্ভাব্য ২৬ জনের দল ঘোষিত হল।
দলে বেশ কয়েকজন নতুন মুখ। সুজিত যাদব, শুভঙ্কর বল, সন্দীপন দাস, শুভম সরকার, মহম্মদ কাইফরা এই প্রথম বাংলা দলে সুযোগ পেলেন। দলে জায়গা হয়নি অভিষেক রমনের। সিএবি-র টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে ভাল খেলা সত্ত্বেও দলে জায়গা পাননি প্রদীপ্ত প্রামানিক।
তবে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে পারফরম্যান্স একেবারেই ভাল নয়। তাই তাঁকে অধিনায়ক নাও করা হতে পারে। সেক্ষেত্রে অনুষ্টুপ মজুমদারের নাম শোনা যাচ্ছে।
আরও পডুন: মাথা গরম করে সতীর্থকে মারতে গেলেন মুশফিকুর
পুরো দল: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তেওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, ইশান পোড়েল, কাজি জুনেদ সইফি, ঋত্বিক রায়চৌধুরি, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামি, মুকেশ কুমার, আকাশ দীপ, রবি কান্ত সিংহ, অভিষেক দাস, সন্দীপন দাস, মহম্মদ কাইফ, শুভম সরকার, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রাম বর্মন, সুজিত যাদব, কাইফ আহমেদ।
আরও পডুন: এটিকে-মোহনবাগান বুধবার ৩ পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী
এবার ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে। ১০ জানুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু। ফাইনাল ৩১ জানুয়ারি। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড রঞ্জি ট্রফি বা আর কোনও প্রতিযোগিতার কথা জানায়নি।