বাংলা দলে একাধিক বদলের ভাবনা আজ

বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদে বাংলা শিবিরে ফোন করে জানা গেল, উইকেটের দু’দিকে গুড লেংথ স্পটে ক্ষত রয়েছে। যা স্পিনারদের কাজে লাগতে পারে। তবে মাঝের অংশ সবুজ। যে অংশে সুবিধা পেতে পারেন পেসাররা। তাই বাংলা শিবিরে তিন পেসারে খেলার ভাবনা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৯
Share:

—ফাইল চিত্র।

তামিলনাড়ুর বিরুদ্ধে শেষ মুহূর্তের অসাধারণ জয়ে দল চাঙ্গা হলেও হায়দরাবাদে বাইশ গজ দেখার পরে ফের দুশ্চিন্তা ঢুকে পড়েছে বাংলা শিবিরে। রাজীব গাঁধী স্টেডিয়ামের উইকেট দেখে শুক্রবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচে চূড়ান্ত দল বাছা নিয়ে ধন্দে টিম ম্যানেজমেন্ট। দলে বেশ কিছু পরিবর্তনের ভাবনাও চলছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদে বাংলা শিবিরে ফোন করে জানা গেল, উইকেটের দু’দিকে গুড লেংথ স্পটে ক্ষত রয়েছে। যা স্পিনারদের কাজে লাগতে পারে। তবে মাঝের অংশ সবুজ। যে অংশে সুবিধা পেতে পারেন পেসাররা। তাই বাংলা শিবিরে তিন পেসারে খেলার ভাবনা।

বাংলার চার ম্যাচে ১২ পয়েন্ট। হায়দরাবাদের পাঁচ ম্যাচে ১২। পয়েন্ট সমান হলেও দুই দল কিন্তু দু’প্রান্তে। শেষ ম্যাচে এক উইকেটে নাটকীয় জয় পেয়ে উজ্জীবিত বাংলা। মধ্যপ্রদেশের কাছে ইনিংসে হেরে চাপে হায়দরাবাদ। তবে দু’দলের পক্ষেই ভাল খবর, নিউজিল্যান্ডে ভারত ‘এ’ দলের হয়ে খেলে আসা অভিমন্যু ঈশ্বরন যেমন বাংলা দলে ফিরছেন, তেমন হায়দরাবাদ ফিরে পাবে মহম্মদ সিরাজকেও।

Advertisement

বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে ফোনে অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, ‘‘চেন্নাইয়ে জয় পেয়ে ছেলেরা অনেক চাঙ্গা। তবে চেন্নাইয়ের থেকেও ভাল খেলতে হবে আমাদের। দল নিয়ে কাল সকালে সিদ্ধান্ত নেব।’’ দলের মেন্টর অরুণলাল বলছেন, ‘‘উইকেট একটু অন্য রকম ঠিকই। সেই উইকেট অনুযায়ী প্রথম এগারো বাছাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।’’

তিন পেসারে খেললে অশোক ডিন্ডা, ইশান পোড়েলের সঙ্গে মুকেশ কুমার নামতে পারেন। ব্যাটিং ও পেস বিভাগকে শক্তিশালী করতে পেসার অলরাউন্ডার শাহবাজ আহমেদ খেলতে পারেন। কিপার শ্রীবৎস গোস্বামীর জায়গায় অনূর্ধ্ব ২৩ দলের কিপার অগ্নিভ পান খেলতে পারেন। সম্প্রতি ভাল ব্যাটিং করেছেন অগ্নিভ। সেক্ষেত্রে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকতে পারেন আমির গনি। তবে চেন্নাইয়ে ম্যাচ জেতানো দুই ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায় ও প্রদীপ্ত প্রামানিককে এই ম্যাচে নাও দেখা যেতে পারে। অভিমন্যু ফেরায় কৌশিক ঘোষও বাদ পড়তে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement