বোনাস পয়েন্টও চাইছেন শামি

বুধবার থেকে হিমাচলের বিরুদ্ধে ম্যাচই হয়তো এই মরশুমে বাংলার হয়ে শামির শেষ রঞ্জি ম্যাচ। এর পরেই তিনি যোগ দেবেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৪:৩০
Share:

ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশের বিরুদ্ধে আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচের জন্য ইডেনে সবুজ উইকেট দেখে বেশ খুশি বাংলা তথা ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামি। ইডেনের উইকেট দেখে শুক্রবার তিনি বলেন, ‘‘উইকেটের অবস্থা দেখে আমি আশাবাদী। চেষ্টা করব পরের ম্যাচেও একই ছন্দ ধরে রাখতে। আমাদের পেস বোলাররা ভাল পারফর্ম করছে। হিমাচলের বিরুদ্ধে পুরো সাত পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাব আমরা।’’

Advertisement

বুধবার থেকে হিমাচলের বিরুদ্ধে ম্যাচই হয়তো এই মরশুমে বাংলার হয়ে শামির শেষ রঞ্জি ম্যাচ। এর পরেই তিনি যোগ দেবেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন। তাই তাঁর শেষ ম্যাচে বাংলাকে জিতিয়েই যেতে চান শামি। সবুজ পিচ দেখার পরে শামি বললেন, ‘‘দুই ম্যাচে দশ পয়েন্ট পেয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সঙ্গে বেড়েছে প্রত্যাশাও। এই ম্যাচ জিতলে নক আউটে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার হবে আমাদের।’’

এ দিন উইকেট পরিদর্শনে এসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কোচ সাইরাজ বাহুতুলের সঙ্গে উইকেট দেখার পরে তিনি অবশ্য ইডেন উইকেটের চরিত্র নিয়ে স্পষ্ট কিছু বললেন না। তাঁর বক্তব্য, ‘‘উইকেট ভালই হবে। তবে আমাদের ছেলেরা তো ভাল খেলছে। উইকেট যেমনই হোক, আশা করছি ওরা মানিয়ে নিতে পারবে।’’

Advertisement

তবে সবুজ পিচে অতিরিক্ত আগ্রাসী হওয়ার পক্ষে নন শামি। তিনি বলেন, ‘‘সবুজ পিচ দেখে অনেকেই আগ্রাসী হয়ে যায় এবং শর্ট বল করতে শুরু করে। নিজের দক্ষতার উপরে বিশ্বাস রেখে ঠিক জায়গায় বল ফেলতে পারলেই পিচ বাড়তি সুযোগ দিয়ে দেবে।’’

সাধারণত পেস বোলার ও স্পিনারদের দু’টি আলাদা নেটে বল করতে দেখা যায়। শুক্রবারের অনুশীলনে চোখে পড়ল একটি নেটে পেস বোলার ও স্পিনাররা একই সঙ্গে বল করছেন। সাইড নেটে হচ্ছিল ব্যাটসম্যানদের শর্ট বল সামলানোর অনুশীলন।

অনুশীলন শেষে মিডল অর্ডার ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার বলেন, ‘‘এই উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনা কম। ভাল বাউন্স রয়েছে। নেটেও পেস বোলারদেরই বেশি খেলছি। এই পিচে ধৈর্য ধরে খেলতে হবে ব্যাটসম্যানদের।’’

সিকে নাইডু ট্রফি: অনূর্ধ্ব-২৩ কর্নেল সিকে নাইডু ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা। কল্যাণীতে প্রথম ইনিংসে ৪০৭ করে অল আউট হল অভিমন্যু ঈশ্বরনের দল। বৃহস্পতিবার ঋত্বিক রায়চৌধুরীর ৯০ রানের ইনিংসের পরে এ দিন ৮৪ রানে অপরাজিত থাকেন অগ্নিভ পান। দিনের শেষে অন্ধ্র ১১৪-৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement