Cricket

স্টোকসই বিশ্বসেরা অলরাউন্ডার, বলছেন আকাশ চোপড়া

ব্যাটের পাশাপাশি বল হাতেও বিপজ্জনক হয়ে ওঠেন স্টোকস।বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাট সঠিক সময়ে গর্জে উঠেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৭:৫৬
Share:

স্টোকসের ব্যাট কথা বলেছে ম্যানচেস্টারে। —ফাইল চিত্র।

তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডারের নাম বেন স্টোকস। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্টোকস ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৭টি বাউন্ডারি ও দুটো ওভার বাইন্ডারিতে সাজানো স্টোকসের ইনিংস দেখার পরে আকাশ চোপড়া বলছেন, ‘‘এই মুহূর্তে তিনটি ফরম্যাটে বিশ্বের একনম্বর আলরাউন্ডার বেন স্টোকস। এ নিয়ে আমার মনে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই।’’

ব্যাটের পাশাপাশি বল হাতেও বিপজ্জনক হয়ে ওঠেন স্টোকস।আকাশ চোপড়া বলছেন, ‘‘গত দু’বছরে টেস্টে ওর গড় ৪৩, ওয়ানডে-তে ৫৯। তিনটি ফরম্যাটেই ওর বোলিং গড়ও বেশ ভাল। সব দিক থেকে বিচার করলে স্টোকসই বিশ্বের একনম্বর অলরাউন্ডার।’’

Advertisement

আরও পড়ুন: আশা বাড়ছে আইপিএলের, যত জল্পনা আমিরশাহিকে ঘিরে

বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাট সঠিক সময়ে গর্জে উঠেছিল। সেই কারণেই ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছিল। স্টোকসের পরেই বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখছেন আকাশ চোপড়া। তিন নম্বরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement