রাজীব শুক্ল

কোহালি, সৌরভ, সচিনের পর স্বার্থের সংঘাত নিয়ে এবার নিশানায় রাজীব শুক্ল

সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী একের বেশি পদ অধিকার করে বসে থাকলে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২০:২৯
Share:

রাজীবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানা যায়নি। ফাইল ছবি

এবার স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লর বিরুদ্ধে। অভিযোগ দাখিল করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্তা। অতীতে বিরাট কোহালি, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ প্রত্যেকের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করেছিলেন। এবার তাঁর নিশানায় রাজীব।

Advertisement

সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী একের বেশি পদ অধিকার করে বসে থাকলে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। কিন্তু রাজীবের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কী, তা জানা যায়নি। বৃহস্পতিবার বোর্ডের এথিক্স অফিসার নোটিশ পাঠিয়েছেন রাজীবকে। আগামী দু’সপ্তাহের মধ্যে যার জবাব দিতে হবে।

একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকেও। তাদের তরফেও জবাব শোনা হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই মধ্য প্রদেশ ক্রিকেট সংস্থার আচরণবিধির ভাঙার অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। এরপরেই তিনি সদস্যপদ ছেড়ে দেন।

Advertisement

আরও খবর: কোয়রান্টিন বিতর্কে রাহানেদের একহাত নিলেন পেন: আইপিএলেও স্মিথদের এভাবেই থাকতে হয়েছিল

আরও খবর: চোটের কারণে ঘোষণা করা গেল না ভারতীয় দল, অনিশ্চিত বুমরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement