টি২০ বিশ্বকাপ কি দুবাইয়ে? ফাইল ছবি
শুক্রবারই জানা গিয়েছিল, টি২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে সরানোর ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় বোর্ড। সেই ইঙ্গিত এবার বোর্ডের সচিব জয় শাহের মুখেও।
সংবাদ সংস্থাকে শাহ বলেছেন, “দেশের কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা প্রতিযোগিতা আমিরশাহিতে সরাতেও পারি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি আমরা। বরাবরের মতোই স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
আমিরশাহিতে টি২০ বিশ্বকাপ আয়োজন করতে পারলে লাভ হবে বোর্ডেরই। আইপিএল আমিরশাহিতে সরানোয় বেশিরভাগ ক্রিকেটারই সেই সময় মরুদেশে থাকবেন। ফলে অন্য দেশ থেকে আসার ঝুঁকি বেশি থাকবে না। তাছাড়া মরুদেশে খেলা হলে এক স্টেডিয়াম থেকে আর এক স্টেডিয়ামে অনায়াসে বাসে করেই যাওয়া যেতে পারে। থাকছে না বিমানযাত্রার ঝুঁকি। সব মিলিয়েই আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে আমিরশাহি।