বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।
মহিলাদের আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, নিশ্চয়তা দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
সংযুক্ত আরব আমিরশাহিতে এ বারের আইপিএল ১৯ সেপ্টেম্বর শুরু হবে বলে জানিয়ে দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল। যা চলবে নভেম্বর পর্যন্ত। মহিলাদের আইপিএল সেই সময়ই করার কথা ভাবছে বোর্ড। সৌরভ তেমনই জানিয়েছেন। রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, “আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে মহিলাদের আইপিএল নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। জাতীয় দলকে নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।”
সৌরভ অবশ্য মহিলাদের আইপিএল নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে মহিলাদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ গত বারের মতো পুরুষদের আইপিএলের শেষের দিকে হবে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে। সেই সূত্রে বলা হয়েছে, নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যেই সম্ভবত মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ হবে। তার আগে মহিলা ক্রিকেটারদের নিয়ে হবে শিবির।
আরও পড়ুন: ‘আর কত পরীক্ষা দিতে হবে? সেরা হয়েও কেন বার বার দলের বাইরে থাকবে ঋদ্ধি?
আরও পড়ুন: ‘ক্লাবের হয়ে রক্ত ঝরিয়েছি, ইস্টবেঙ্গল মনেই রাখেনি’, আক্ষেপ সেই বাংলাদেশি গোলমেশিনের
সৌরভ সংবাদ সংস্থাকে অবশ্য শিবিরের কথা বলেছেন, “মহিলা হোক বা পুরুষ, ঝুঁকির মুখে আমরা কোনও ক্রিকেটারকেই ঠেলে দিতে পারি না। তাতে বড় বিপদ হতে পারে। কোভিড-১৯ থেকে বাঁচার জন্যই বন্ধ রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। তবে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। মহিলা ক্রিকেটারদের জন্য আমরা বিশেষ শিবিরের কথা ভাবছি।” নিউজিল্যান্ডে এক দিনের বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজে হরমনপ্রীত কৌরদের খেলানোর কথা ভাবছে বোর্ড।