শশাঙ্ক মনোহর।
ডালমিয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রেসিডেন্ট কে হবেন? কার হাতে যেতে চলেছে বোর্ডের রাশ? এ নিয়েই আগামী ৪ অক্টোবর বিশেষ বৈঠক ডাকল বিসিসিআই।
ক্রিকেট মহলের একাংশের ধারণা ডালমিয়ার পর বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন শশাঙ্ক মনোহর। ওই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, “আগামী ৪ অক্টোবরের বৈঠকটি হবে মুম্বইয়ে। ৩ তারিখ মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে।” তিনি আরও বলেন, “সর্বসম্মতি নিয়ে শশাঙ্ক মনোহরকেই বিসিসিআই-এর পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী ঠিক করা হয়েছে।”
বিসিসিআই-এর বৈঠকে শ্রীনিবাসনের যোগ দেওয়ার প্রসঙ্গে সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে আগামী ৫ অক্টোবর। ঠিক তার এক দিন আগে এই বৈঠক হওয়ায় সেখানে যোগ দিতে পারবেন না তিনি। বৈঠকে যোগ দিতে না পারলেও প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীনি ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন অনুরাগ।
২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন শশাঙ্ক মনোহর। এ বারেও তাঁর প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত।
জগমোহন ডালমিয়ার মৃত্যুতে বেঙ্গল ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটিও খালি হয়। সে জায়গায় ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। সম্ভবত সে দিনের বৈঠকে শশাঙ্কর নাম প্রস্তাব করবেন সৌরভই।