মুরলী বিজয়: ৫১টি টেস্টে বিজয়ের রান ৩৪০৮।
শিখর ধবন: ২৬টি ম্যাচ খেলে শিখরের রান ১৮২২।
চেতেশ্বর পূজারা: ৫১ টেস্টে পূজারার মোট রান ৪১০৭।
অজিঙ্ক রাহানে: ৪০ টেস্টে অজিঙ্কর রান ২৮০৯।
কেএল রাহুল: ১৯ টেস্টে রাহুলের মোট রান ১৩৪২।
বিরাট কোহালি: ৬০টি ম্যাচ খেলে কোহালির টেস্ট রান ৪৬৫৮।
ঋদ্ধিমান সাহা: ভারতীয় টেস্ট দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বাংলার ঋদ্ধিমান। ২৮টি টেস্ট ঋদ্ধির নাম ১১১২।
রবীন্দ্র জাডেজা: ৩২টি টেস্ট খেলে জাডেজার রান ১১৩৬ এবং উইকেট ১৫৫।
হার্দিক পাণ্ড্য: ৩টি টেস্টে হার্দিকের রান ১৭৮ এবং উইকেট ৪টি।
রবিচন্দ্রন অশ্বিন: বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বহু বার ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন অশ্বিন। ৫২টি টেস্টে অশ্বিনের রান ২০৩৫ এবং উইকেট ২৯২।
কুলদীপ যাদব: দেশের জার্সি গায়ে সবে মাত্র ২টি টেস্ট খেলেছেন কুলদীপ। ২টি টেস্ট উইকেট ৯টি।
ভুবনেশ্বর কুমার: ১৮টি টেস্টে ভুবির রান ৪৩০ এবং উইকেট ৪৫টি।
মহম্মদ সামি: ২৫টি টেস্টে সামির উইকেট ৮৬টি এবং রান ২৭০।
ইশান্ত শর্মা: ৭৭টি টেস্টে ইশান্ত শর্মার উইকেট ২১৮।
উমেশ যাদব: ৩৪ টেস্টে উমেশের উইকেট ৯৪টি।