ATK Mohun Bagan

মোহনবাগান, বেঙ্গালুরুর কড়া শাস্তি, নিজেদের গ্রুপ সেরা দাবি, চিঠি বাংলাদেশের ক্লাবের

বাংলাদেশের ক্লাবটির দাবি, নির্ধারিত সময়ে মলদ্বীপে যাওয়ার কোনও উদ্যোগ না নেওয়ায় শাস্তি প্রাপ্য এটিকে মোহনবাগানের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ২১:৪৩
Share:

এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও অভিযোগ জানাল বসুন্ধরা কিংস ফাইল চিত্র

এটিকে মোহনবাগান-সহ এএফসি কাপের গ্রুপে থাকা অন্য দল গুলির কোনও যোগ্যতাই নেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তাই তাদেরই গ্রুপ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিক এএফসি। এমন দাবি নিয়ে এএফসিকে চিঠি দিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রাপ্য অর্থও দাবি করেছে বাংলাদেশের এই ক্লাব।

Advertisement

বসুন্ধরা কিংসের দাবি, এএফসি কাপ আয়োজনে ব্যর্থ হওয়ায় আবাহনী ক্লাবকে এএফসি কাপ থেকে বাদ যেতে হয়েছিল। একই কারণে বাদ যাওয়া উচিত মলদ্বীপের দুই ক্লাব ইগলস ও মাজিয়া এফসি-র। মলদ্বীপে গিয়ে করোনা বিধি ভাঙায় কঠোর শাস্তি পাওয়া উচিত সুনীল ছেত্রীদের। নির্ধারিত সময়ে মলদ্বীপে যাওয়ার কোনও উদ্যোগ না নেওয়ায় শাস্তি প্রাপ্য এটিকে মোহনবাগানেরও। তাদের আরও দাবি, এটিকে মোহনবাগানের পক্ষ থেকে তাদের ফোন করে অনুরোধ করা হয় এএফসি কাপ খেলতে না যেতে। তবে সেই প্রস্তাবে তারা সায় দেয়নি। উল্টে জানিয়ে দেয় এএফসির সূচি মেনেই খেলবে তারা। বসুন্ধরার খেলা নিয়ে কোনও জটিলতাই ছিল না

তবে, এসব অভিযোগ একেবারে পাত্তাই দিতে চাইছেন না এটিকে মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement