স্রানের দাপটে সিরিজে ফিরল ধোনির ভারত

প্রথম টি-টোয়েন্টিতে অপ্রত্যাশিত দু’রানে হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চেনা ছন্দে ফিরল ভারত। হারারে স্পোর্টস ক্লাবে এ দিন দশ উইকেটে জিতল মহেন্দ্র সিংহ ধোনির তরুণ টিম। টি-টোয়েন্টিতে এই প্রথম দশ উইকেটে জিতল ভারত। জিতল এক তরুণের রেকর্ড দাপটে, তা-ও আবার টি-টোয়েন্টি অভিষেকে।

Advertisement

সংবাদ সংস্থা

হারারে শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ১০:১১
Share:

বারিন্দর স্রান: ৪-১০। সোমবার। ছবি: এএফপি

প্রথম টি-টোয়েন্টিতে অপ্রত্যাশিত দু’রানে হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চেনা ছন্দে ফিরল ভারত। হারারে স্পোর্টস ক্লাবে এ দিন দশ উইকেটে জিতল মহেন্দ্র সিংহ ধোনির তরুণ টিম। টি-টোয়েন্টিতে এই প্রথম দশ উইকেটে জিতল ভারত। জিতল এক তরুণের রেকর্ড দাপটে, তা-ও আবার টি-টোয়েন্টি অভিষেকে।

Advertisement

তরুণের নাম বারিন্দর স্রান। যিনি চার ওভারে মাত্র দশ রান দিয়ে তুলে নিলেন চারটে উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন আর এক তরুণ পেসার জসপ্রীত বুমরাহ (৩-১১)। স্রানের ৪-১০ টি-টোয়েন্টি অভিষেকে সেরা বোলিং হিসেবের তালিকায় দু’নম্বর। এক নম্বরে রয়েছেন বাংলাদেশের এলিয়াস সানি (৫-১৩)। ভারতীয় বোলারদের মধ্যে প্রজ্ঞান ওঝাকে (৪-২১) অভিষেক রেকর্ড ভেঙে এক নম্বরে উঠে এলেন পঞ্জাবের তেইশ বছরের পেসার স্রান।

হারারে স্পোর্টস ক্লাবে এ দিন টস জিতে ভারতকে বোলিং করতে দেন জিম্বাবোয়ে অধিনায়ক গ্রেম ক্রেমার। যে সিদ্ধান্তের পুরো সুযোগ তুলে নেন স্রান এবং বুমরাহ। তাঁরা দু’জন যে আটটা ওভার বল করেছেন, তাতে এসেছে সাত-সাতটা উইকেট, মাত্র ২১ রান খরচ করে। স্রান-বুমরাহের দাপটে কুড়ি ওভারে ন’টা উইকেট হারিয়ে মাত্র ৯৯ তোলে জিম্বাবোয়ে।

Advertisement

যে রান ১৩.১ ওভারে স্বচ্ছন্দে তুলে দেন ভারতীয় ওপেনাররা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকা লোকেশ রাহুল (৪৭ নট আউট) এবং মনদীপ সিংহ (৫২ নট আউট) জয়ের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করাননি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। মনদীপের ইনিংসে আছে ছ’টা বাউন্ডারি এবং একটা ছক্কা। লোকেশ দুটো করে চার এবং ছয় মেরেছেন। শুধু ব্যাটে-বলে নয়, এ দিন ফিল্ডিংয়েও নড়বড়ে দেখিয়েছে জিম্বাবোয়েকে। ২৩ রানে মনদীপের ক্যাচ ফেলেন জিম্বাবোয়ের ফিল্ডার।

জয়ের যাবতীয় কৃতিত্ব অবশ্য বোলারদেরই দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ‘‘এটা বড় জয়। বোলাররাই কাজটা শুরু করেছিল। টি-টোয়েন্টিতে ভাল শুরুটা খুব গুরুত্বপূর্ণ। স্রানরা একদম সঠিক লেংথে বল করে গিয়েছে। একই উইকেটে এটা তিন নম্বর ম্যাচ খেললাম, তাই একটু চিন্তা ছিল। টস জিতলে আমরাও আগে ব্যাট করতাম,’’ ম্যাচের পরে বলেছেন ধোনি। সঙ্গে যোগ করেছেন, ‘‘ভাল বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও খুব ভাল হয়েছে। আগের ম্যাচের চেয়ে এখানে বেশি জোরে দৌড়তে হবে বলেছিলাম আর প্লেয়াররা সেটাই করেছে। টি-টোয়েন্টিতে দ্রুত সিঙ্গলস নেওয়া খুব জরুরি।’’

আর ম্যাচের সেরা স্রান বলেছেন, ‘‘মজা হল। বল সুইং করছিল। আমার উপর কোনও চাপ ছিল না। গতি নয়, বলটা সুইং করানোর উপর ফোকাস করছিলাম। ও রকম বোলিংয়ের জন্য পিচটা আদর্শ ছিল। তবে অভিষেকটা একটু দেরিতে হল!’’

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবোয়ে ৯৯-৯ (পিটার মুর ৩১, স্রান ৪-১০, বুমরাহ ৩-১১), ভারত ১০৩-০ (মনদীপ ৫১ ন.আ., লোকেশ ৪৭ ন.আ.)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement