জিতেও চাপে বার্সা

প্রথম ম্যাচে বার্সেলোনাই হেরেছিল। তবে দু’ম্যাচের গোল গড়ে মেসিরা ৪-২ এগিয়ে থাকায়, তাদেরই কোয়ার্টার ফাইনালে খেলা উচিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০৩:২৭
Share:

কোপা দেল রে-র শেষ আটে খেলা নিয়ে অনিশ্চিত বার্সা। ছবি: রয়টার্স।

লিয়োনেল মেসি গোল করলেন। সঙ্গে জোড়া গোল উসমান দেম্বেলের। ক্যাম্প ন্যু’তে বার্সেলোনা ৩-০ হারাল লেভান্তেকে। কোপা দেল রে-র লড়াইয়ের দ্বিতীয় লেগে। প্রথম ম্যাচে বার্সেলোনাই হেরেছিল। তবে দু’ম্যাচের গোল গড়ে মেসিরা ৪-২ এগিয়ে থাকায়, তাদেরই কোয়ার্টার ফাইনালে খেলা উচিত। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে বার্সা শেষ আটে খেলতে পারবে কি না তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হল।

Advertisement

লেভান্তের অভিযোগ, প্রথম লেগের ম্যাচে বেআইনি ফুটবলার খেলিয়েছে বার্সা। ডিফেন্সে খুয়ান ব্রানদারিজ় ‘চুমি’কে তারা খেলিয়েছে নির্বাসন শেষ হওয়ার আগে। বৃহস্পতিবার ম্যাচের আগে লেভান্তের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো খাবিয়ে জানান, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিত ভাবে প্রতিবাদ জানাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement