বার্সেলোনার তিনটি গোলের নেপথ্যেই মেসি।—ছবি পিটিআই।
ভয়ঙ্কর লিয়োনেল মেসি। তাঁর দাপটেই রিয়াল বেতিসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নাটকীয় জয় তুলে নিল বার্সেলোনা। তিনটি গোলের নেপথ্যেই মেসি।
রবিবার রাতে ম্যাচের শুরুতেই বিপর্যয় নেমে আসে বার্সেলোনা শিবিরে। ঘরের মাঠে পেনাল্টি থেকে গোল করে রিয়াল বেতিসকে এগিয়ে দেন সের্খিয়ো কানালেস। তিন মিনিটের মধ্যেই মেসির দুরন্ত পাস থেকে সমতা ফেরান ফ্রেঙ্কি দে ইয়ং। কিন্তু ২৬ মিনিটে ফের রিয়াল বেতিস এগিয়ে যায় নাবিল ফেকিয়ার গোলে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বার্সার হয়ে সমতা ফেরান সের্খিয়ো বুস্কেৎস। এ বারও নেপথ্যে মেসি। ৭২ মিনিটে আর্জেন্টিনা অধিনায়কের দুরন্ত পাস থেকেই গোল করে ৩-২ করেন ক্লেমঁ লংগ্লে। এর পরেই উত্তপ্ত হতে শুরু করে মাঠের আবহ। সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলারেরা।
৭৮ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন নাবিল। তিন মিনিট পরে ক্লেমঁ-ও লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে বেরিয়ে যান। রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।