গোলের পথে মেসি। ছবি: এপি।
অ্যাটলেটিকো মাদ্রিদ ১ (গ্রিজম্যান)
বার্সেলোনা ২ (সুয়ারেজ, মেসি)
না, গ্রিজম্যানের গোল কাজে লাগল না অ্যাটলেটিকো মাদ্রিদের। প্রথমার্ধে বার্সেলোনার এগিয়ে যাওয়াটা আটকাতে পারলেন না জুয়ানফ্রান, কোকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমালেন মাত্র। কিন্তু জয় এল না। কোপা দেল রেতে জয় পেলেন মেসিরা।
শুরুটা করে দিয়েছিলেন লুই সুয়ারেজ। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। একক দক্ষতায় গোল করে যান তিনি। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড় শুরু করেছিলেন সুয়ারেজ। তাঁর দৌঁড়ে কেটে যায় অ্যাটলেটিকোর দুই ডিফেন্ডার। সই চলতি অবস্থাতেই বক্সের মধ্যে থেকে তাঁর শটের নাগাল পাননি মোয়াও। পোস্টের কোনা দিয়ে বল চলে যায় অ্যাটলেটিকো গোলে।
আরও খবর: জয়ে ফিরল রিয়েল মাদ্রিদ
দ্বিতীয়ার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই খেলতে নেমেছিল বার্সা। কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেননি মেসিরা। টোরেস, মাসচেরানোদের সুযোগ নষ্টের মধ্যেই গোলের মুখ খুলে ফেলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। ৫৯ মিনিটে গাবির ফ্রিকিক পেয়ে যান পুরোপুরি আনমার্ক গডিন। সেখান থেকে গোলের সামনে মেপে বল রাখতে কোনও বাঁধারই সামনে পড়তে হয়নি গডিনকে। সামনেই ছিলেন গ্রিজম্যান। সহজেই সেই বল বার্সা গোলে পাঠিয়ে দেন ফরাসী স্ট্রাইকার। এর পরও খেলার মধ্যেই ছিল দুই দল। কখনও মিস তো কখনও সেভ। কখনও অল্পের জন্য বাইরে গেল মাপা ফ্রিকিক। পুরো সময়টাই গেল হা-হুতাশের মধ্যে।