বাংলাদেশকে সিরিজ জিততে দিলেন না মাসাকাদজা, মাদজিভা

হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে সিরিজ জয়ের জন্য সব ভুলে ঝাঁপ। তাও হল না। অনেক রেকর্ড হল এদিন। কিন্তু ম্যাচে হার সব উৎসবেই জল ঢেলে দিল। শেষ উইকেট পর্যন্ত লড়াই করলেন সাকিব-মাশরাফিরা। কিন্তু শেষরক্ষা হল না। ১৮ রানে ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে। সিরিজ শেষ হল ২-২ এ।

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৪:৪৪
Share:

হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে সিরিজ জয়ের জন্য সব ভুলে ঝাঁপ। তাও হল না। অনেক রেকর্ড হল এদিন। কিন্তু ম্যাচে হার সব উৎসবেই জল ঢেলে দিল। শেষ উইকেট পর্যন্ত লড়াই করলেন সাকিব-মাশরাফিরা। কিন্তু শেষরক্ষা হল না। ১৮ রানে ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে। এর সঙ্গেই ২-২ এ ড্র হয়ে গেল সিরিজ। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে এটাই ছিল প্রস্তুতি সিরিজ। সেদিক থেকে দেখতে গেলে দলে নতুনদের দেখে নিল কোচ ও টিম ম্যানেজমেন্ট। এটাই প্রাপ্তি এই সিরিজের। ঘরের মাঠে চার সিরিজের ম্যাচের প্রথম দুটো ম্যাচ পর পর জয়ের পর দ্বিতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশকে। আজ সিরিজের শেষ ম্যাচের আগে সতর্ক ছিল দল। শেষ ম্যাচ জিতে সিরিজ ৩-১ এ জিতে নেওয়া ছাড়া আর কিছুই ভাবছিলেন না সাকিবরা। খুলনায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। ১৮১ রানের বিরাট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ বাংলাদেশ। এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ইনিংস ও মা্দজিভার চার উইকেটই শেষ করে দিল হোম টিমকে। তিন উইকেট নিয়ে যোগ্যসঙ্গত চিসোরোর।

Advertisement

• জিম্বাবোয়ের কাছে ১৮ রানে হেরে গেল বাংলাদেশ। ১৬২ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস।

• নবম উইকেট। ১০ রান করে আউট হলেন আরাফত সানি।

Advertisement

• ১৬ ওভারের শেশে ১৪৯ রান বাংলাদেশের।

• ২২ রান করে আউচ হলেন মাশরাফি মোর্তাজা।

• অষ্টম উইকেট বাংলাদেশের।

• ১৬ ওভারের শেষে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান বাংলাদেশের।

• ৫৪ রান করে আউট হলেন মাহমুদুল্লা।

• সপ্তম উইকেট বাংলাদেশের।

• ষষ্ঠ উইকেট বাংলাদেশের। ১৩ ওভারের শেষে ১১০ রান।

• হাফ সেঞ্চুরি করলেন মাহমুদুল্লা।

• ১২ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান করল বাংলাদেশ।

• ১৮ রান করে ফিরলেন ইমরুল কায়েস।

• পঞ্চম উইকেট বাংলাদেশের।

• এই মুহূর্তে ১৭ রানে ক্রিজে রয়েছেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লা।

• ৬ ওভারের শেষে চার উইকেট হারিয়ে ৪৫ রান বাংলাদেশের।

• ব্যক্তিগত একরানে তামিম, ১১ রানে সৌম্য, একরানে সাবির রহমান ও চার রানে সাকিব ফিরলেন প্যাভেলিনে।

• তিন ওভারের শেষে চার উইকেটে ১৭ রান বাংলাদেশের।

• পর পর উইকেট হারিয়ে শুরুতেই সমস্যায় বাংলাদেশ।

• বাংলাদেশের হয়ে ওপেন করতে এলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• ৯৩ রানে অপরাজিত থাকলে‌ন মাসাকাজা।

• বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিলেন মোর্তাজা, আবু হায়দার, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

• ২০ ওভারের শেষে চার উইকেট হারিয়ে জিম্বাবোয়ের রান ১৮০য়

• টি২০তে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করে ফেললেন সাকিব। তাঁর বলে ক্যাচ তুলে প্যাভেলিয়নে ফিরলেন সিকান্দর রাজা।

• ৮৪ রানে ব্যাট করছেন মাসাকাজ।

• চার উইকেট জিম্বাবোয়ের। ১৮ ওভার শেষে ১৬৮ রান তুলেছে দল।

• মাসাকাজা ব্যাট করছেন ৬৮ রানে। ওয়ালার ৩৬ রান।

• ১৫ ওভারের শেষে জিম্বাবোয়ের রান ১৪৫।

• হাফ সেঞ্চুরি করলেন মাসাকাজ। ৩৫ বলে ৬০ রান করলেন তিনি।

• ১০ ওভারের শেষে জিম্বাবোয়ে ২ উইকেট হারিয়ে ৮৪ রান জিম্বাবোয়ে।

• দ্বিতীয় উইকেট জিম্বাবোয়ের। আবু হায়দারের বলে বোল্ড হলেন মুতুম্বামি। করলেন ৩২ রান।

• ৮ ওভারের শেষে ৭১ রান জিম্বাবোয়ের। ৪২ রানে ক্রিজে রয়েছে মাসাকাজা ও ২৩ রানে মুতুম্বানি।

• ৬ ওভারের শেষে এক উইকেটে ৬২ রান জিম্বাবোয়ের।

• মাসাকাজা ব্যাট করছেন ২১ রানে ও মুতুম্বানি ১২ রানে।

• চার ওভারের শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৮।

• এই মুহূর্তে ব্যাট করছেন মাসাকাজা ও মুতুম্বানি।

• এক উইকেট হারিয়ে বাংলাদেশের রান এখন ৬।

• মাশরাফি মোর্তজার বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শিবান্দা।

• প্রথম ওভারেই জিম্বাবোয়ের প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ।

• খেলা শুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement