সিরিজ ৩-০ করা হল না বাংলাদেশের

সিরিজ আজই জিতে নেবে ভেবেছিল টিম বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েও সেটা সম্ভব হল না। ৩১ রানে তৃতীয় টি২০ ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে। শেষ ম্যাচ পর্যন্ত থেকে গেল সিরিজের উত্তেজনা। সিরিজ জিততে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৭:১৯
Share:

সিরিজ আজই জিতে নেবে ভেবেছিল টিম বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েও সেটা সম্ভব হল না। ৩১ রানে তৃতীয় টি২০ ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে। শেষ ম্যাচ পর্যন্ত থেকে গেল সিরিজের উত্তেজনা। সিরিজ জিততে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। জিম্বাবোয়ের হয়ে কেউই ৫০ রান করতে পারেননি। সাকিব আল হাসানের দুরন্ত বোলিংয়ের সামনে কেউই বড় রানের ইনিংস খেলতে পারলেন না। তিন উইকেট নেন সাকিব। ৪০০ উইকেট নিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস তৈরি করে ছাপিয়ে গেলেন ফ্লিনটফকে। একটি করে উইকেট নেন আবু হায়দার ও মহম্মদ শাহীদ। জিম্বাবোয়ের হয়ে ৪৯ রান করেন ম্যালকম ওয়াল্লার। ৪৪ রান শিবান্দার। কিন্তু এদিন জয় ধরে রাখতে পারল না।

Advertisement

• নির্ধারিত ওভারে ১৫৬ রানই তুলতে পারল বাংলাদেশ। ৩১ রানে তৃতীয় টি২০ ম্যাচ হেরে গেলেন সাকিবরা।

• বাংলাদেশ ব্যাটিংয়ের হার ধরেছেন মুক্তার আলি ও নরুল হাসান। ব্যাক্তিগত ১৯ রানে মুক্তার ও ৩০ রানে নরুল হাসান ব্যাট করছেন।

Advertisement

• ছ’উইকেটে বাংলাদেশের রান ১২১।

• মাত্র ছ’রান করে আউট হয়ে গেলের মাহমুদুল্লা।

• ক্রিজে রয়েছেন মাহমুদুল্লা ও মুক্তার আলি।

• বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে রান পেলেন না সাকিব।

• ১৪ ওভারের শেষে পাঁচ উইকেটে বাংলাদেশের রান ১০৭।

• সিকান্দর রাজার বলে প্যাভেলিয়নে ফিরলেন মোসাদ্দেক হোসেন। ব্যাক্তিগত ১৫ রান করলেন তিনি।

• ৫২ বলে বাংলাদেশকে করতে হবে ৯৬ রান। হাতে রয়েছে সাত উইকেট।

• ১১ ওভারের শেষে তিন উইকেট হারিয়ে ৯২ রান বাংলাদেশের। লক্ষ্য ১৮৭ রানের।

• তৃতীয় উইকেট বাংলাদেশের। হাফ সেঞ্চুরি করেই আউট সাব্বির রহমান। ৩২ বলে ৫০ রান করলেন তিনি।

• দাঁড়াতে পারলেন না আর এক ওপেনার সৌম্য সরকারও। ২৫ রান করে ক্রিমারের বলে মাসাকাজকে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন তিনি।

• ৮ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৬৯।

• ক্রিজে রয়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান।

• জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে গেলেন ইমরুল কায়েস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement