.
১৭ বছরের অপেক্ষার শেষ। অবশেষে ভারতে টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পাওয়ার পর বেশির ভাগ দেশে গিয়ে খেললেও বাংলাদেশকে ভারতে এসে খেলার আমন্ত্রণ জানায়নি বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে এক টেস্টের সিরিজ খেলবে দুই দেশ।
বুধবার বিসিসিআই সচিব অজয় শির্কে বলেন, “আগামী বছর ৮ থেকে ১২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ।”
বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের ভারত সফরের বিষয়টি ঝুলে ছিল। ভারতের একাধিক হোম সিরিজের মাঝে বাংলাদেশের জন্য সঠিক সময় পাওয়া যাচ্ছিল না। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এ দিন বলেন, “টেস্ট খেলিয়ে দেশের একেবারে প্রথম সারিতে থাকায় আমাদের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়ার। আগামী বছরের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টটি আয়োজিত হবে।” বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, “এটি সবার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। ভারতে টেস্ট খেলার জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা শেষ হল, এখন সময় উদ্যাপনের।”
আরও পড়ুন:
মুস্তাফিজুরের চোটের চিকিত্সা ইংল্যান্ডেই করার পক্ষে বিসিবি