বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ছবি: এএফপি।
বাংলাদেশ ১৪১/৮ (২০ ওভার)
নিউজিল্যান্ড ১৪৩/৪ (১৮/২০ ওভার)
ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে। এ বার টি২০ সিরিজও হেরেই শুরু করল বাংলাদেশ। ১২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কিউইরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে এসে দুই ওপেনার তামিম ইকবার ও ইমরুল কায়েস দলকে ভরসা দিতে পারেননি। তামিমের ব্যাট থেকে ১১ রান এলেও খাতাই খুলতে ব্যর্থ হন ইমরুল। তিন ও চার নম্বরে ব্যাট করতে এসে সাব্বির রহমান ১৬ ও সাকিব আল হাসান ১৪ রানে ফিরে যান প্যাভেলিয়নে, সৌম্য সরকারের ঝুলিও শূন্য। এর পর বাংলাদেশ ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদুল্লাহ। তাঁর ব্যাট থেকে আসে ৫২ রান। ২০ রান করে তাঁকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন। ২০ ওভার শেষে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ১৪১ রানই করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেনফার্গুসন। জোড়া উইকেট বে হুইলারের।
জবাবে ব্যাট করতে নেমে দু’ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। ছয় উইকেটে জিতে ঘরের মাঠে টি২০ সিরিজ শুরু করল কিউইরা। ওপেন করতে নেমে ৭৩ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। আর এক ওপেনার নেইল ব্রুম মাত্র ছয় রান করেই আউট হয়ে যান। কোনও রান করতে পারেননি মুনরো। অ্যান্ডরসন ১৩ ও ব্রুস সাত রান করে আউট হয়ে গেলে উইলিয়ামসনকে ব্যাট হাতে সঙ্গ দেন গ্র্যান্ডহোম। তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সাকিব, রুবেল ও মুস্তাফিজুর। রান আউট হন ব্রুস। ম্যাচের সেরা হয়েছেন উইলিয়ামসন। এদিন নিউজিল্যান্ডের অভিষেক হল ব্রুস, ফার্গুসন ও হুইলারের। অভিষেকেই বল হাতে সফল ফার্গুসন।