বাংলাদেশের কাছে হার সিএবি দলের

অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ক্রিকেট ম্যাচে বাংলাদেশের কাছে হারল সিএবি একাদশ। শুক্রবার বাঁকুড়া স্টেডিয়ামে নির্ধারিত ৪৫ ওভারের খেলায় দুই উইকেটে জেতে বাংলাদেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৩
Share:

বাঁকুড়া স্টেডিয়ামে সিএবি বনাম বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ক্রিকেট ম্যাচে বাংলাদেশের কাছে হারল সিএবি একাদশ। শুক্রবার বাঁকুড়া স্টেডিয়ামে নির্ধারিত ৪৫ ওভারের খেলায় দুই উইকেটে জেতে বাংলাদেশ।

Advertisement

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএবি একাদশ। ৪৩ ওভারে ১৫১ রানে অল-আউট হয়ে যায় সিএবি একাদশ। ওই দলের তরফে করণ সিং ৪৫ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৯,২ ওভারে প্রয়োজনীয় রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রান করেন সাজ্জাদ হুসেন। এ দিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন সিএবি-র যুগ্ম সম্পাদক সুবীর গঙ্গোপাধ্যায়। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও কার্যকরী সভাপতি সুব্রত দরিপা জানান, বাঁকুড়ায় এই প্রথম কোনও আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ হল। আগামী বছর ফের বাংলাদেশের অনূর্ধ্ব ১৭ দলের সঙ্গে সিএবি একাদশের একটি ত্রি-দিবসীয় খেলা বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আগাম জানিয়েছেন সিএবির যুগ্ম সম্পাদক। খেলা সুষ্ঠু ভাবে পরিচালনায় জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছে ক্রীড়া সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement