সামনেই এভার্টনের বিরুদ্ধে ডার্বি। তার আগে চুলের স্টাইল আগাগোড়া পাল্টে ফেললেন লিভারপুলের ‘সুপার মারিও’। মারিও বালোতেলি।
ইতালীয় স্ট্রাইকার এ দিনই নিজের নতুন কেশ-সজ্জার ছবি পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। যেখানে সোনালি রঙের সঙ্গে সাহসিকতার প্রতীক ‘রেড ব্যাজ’কেও রেখেছেন এ মরসুমে লিভারপুলে সই করা বালোতেলি। কী এই রেড ব্যাজ? মার্কিন গৃহযুদ্ধের প্রেক্ষাপটে উপন্যাস লিখেছিলেন স্টিফেন ক্রেন। যার নাম ছিল ‘দ্য রেড ব্যাজ অব কারেজ’। যেখানে হেনরি ফ্লেমিং নামে এক কাপুরুষ সৈনিক নিজের চারিত্রিক দুর্বলতা কাটিয়ে যুদ্ধক্ষেত্রে দক্ষতা দেখিয়ে বিশেষ সম্মান পান। সেই উপন্যাসের প্রচ্ছদের নকশাই এ বার বালোতেলির মাথায়। নিজের ফুটবল দক্ষতাকে ফের যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখাতে মরিয়া, তা বালোতেলির টুইটেই পরিষ্কার। যেখানে তিনি লিখেছেন, “তোমরা কি দেখেছ আমি নতুন হেয়ার কাটে কী বোঝাতে চেয়েছি?” বালোতেলি এ ব্যাপারে বিশদে কিছু না বললেও তাঁর অনুরাগীদের ধারণা, বিশ্বকাপে সে ভাবে নজর কাড়তে পারেননি বালোতেলি। ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে গত বার উতালির এসি মিলানে কেলতে গিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছিল মারিওকে। তাই এ বার ফের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের জাত চেনাতে মরিয়া হয়ে রয়েছেন বালোতেলি। তাই নিজের কেশ সজ্জার মাধ্যমেই আগাম বার্তা দিতে চেয়েছেন তিনি। যদিও লিভারপুলের জার্সি গায়ে পাঁচ ম্যাচে একটি গোল করেছেন বহু বিতর্কের সঙ্গী বালোতেলি। চলতি মরসুমে এসি মিলান থেকে ১৬ মিলিয়ন ডলারের চুক্তিতে ফের ইপিএলে ফিরেছেন সুপার মারিও।