(বাঁ দিকে) রবি দাহিয়া এবং বজরং পুনিয়া। —ফাইল চিত্র।
টোকিয়ো অলিম্পিক্সের দুই পদকজয়ী কুস্তিগির রবি দাহিয়া এবং বজরং পুনিয়া প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নামতে পারবেন না। জাতীয় পর্যায়ের ট্রায়ালে দু’জনেই হেরে গিয়েছেন।
জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম প্রধান মুখ ছিলেন বজরং। তিনি পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে রোহিত কুমারের কাছে ১-৯ ফলে হারেন। আইওসি-র অ্যাড হক প্যানেল পরিচালিত এই ট্রায়ালের জন্য রাশিয়ায় প্রশিক্ষণ নেন।
পুরুষদের ৫৭ কেজি বিভাগে রবি দাহিয়া হারেন ১৩-১৪ পয়েন্টে আমন শেরাওয়াতের কাছে। এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সের জন্য একটিই কোটা অর্জন করেছে ভারত। মেয়েদের ৫৩ কেজি বিভাগে তা এনে দেন অন্তিম পঙ্ঘাল।