কেদারনাথ মন্দির। ফাইল ছবি।
দীর্ঘ দিন ধরে ছন্দে নেই সাইনা নেহওয়াল। সব প্রতিযোগিতারই প্রথম বা দ্বিতীয় রাউন্ডের বিদায় নিতে হচ্ছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। শেষ পর্যন্ত কেদারনাথের শরণাপন্ন হলেন সাইনা।
বাবা হরবীর সিংহের সঙ্গে কেদারনাথ যাওয়ার ছবি নেট মাধ্যমে দিয়েছেন সাইনা। লিখেছেন, হর হর মহাদেব। কেদারনাথ। জয় মহাকাল। পুণ্য অর্জনের সুফল কি তাঁর ব্যাডমিন্টনকেও সঠিক দিশা দেখাতে পারবে?
দেশ-বিদেশের নামী খেলোয়াড়রা তো বটেই ইদানিং অনামী খেলোয়াড়রাও হারিয়ে দিচ্ছেন সাইনাকে। দিন কয়েক আগে তাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেও হেরেছেন। টানা ব্যর্থতায় হতাশ সাইনা নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় দল থেকেও।
বাবার সঙ্গে কেদারনাথের পথে সাইনা। ছবি: ফেসবুক
অনুশীলনে ভুল-ত্রুটি শোধরাচ্ছেন। পরিশ্রম করছেন। ভারতের প্রথম অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় বদলেছেন কোচও। কিন্তু কিছুই যেন কাজে আসছে না। কাটছে না খারাপ সময়। হয়তো সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ বার ঈশ্বরের দ্বারস্থ হলেন সাইনা। মহাদেবের আশীর্বাদে কি ছন্দে ফেরাবে তাঁকে? বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহু দূর।