T20 World Cup 2021

T20 World Cup: লক্ষ্য টি২০ বিশ্বকাপ, কোহলীদের সঙ্গে কথার যুদ্ধ শুরু করে দিল পাকিস্তান

২০১৯ বিশ্বকাপের পর দুবাইতেই প্রথমবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৮
Share:

বিরাট কোহলী ফাইল চিত্র

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে এবার বিরাটদের হারিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চান বাবর আজমরা। পাকিস্তান অধিনায়কের মতে, ২৪ অক্টোবরের মহারণে চাপে থাকবেন বিরাটরাই।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে বৈঠক শেষ করে বাবর বলেন, ‘‘আমার মনে হয় আমাদের থেকে বেশি চাপে থাকবে ভারতই। আমরা ভারতের বিরুদ্ধে জিতে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চাই।’’

২০১৯ এর বিশ্বকাপের পর দুবাইতেই প্রথমবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। তাই আইসিসি অনুষ্ঠিত প্রতিযোগিতা ছাড়া দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সুযোগ থাকে না।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হওয়ায় ‘ঘরের মাঠে’ খেলার সুবিধা পাবেন তাঁরা। এমনটাই দাবি বাবরের। তিনি বলেন, ‘‘আমরা ১০০ শতাংশ দেব এই ম্যাচটা জেতার জন্য, তবে আমিরশাহি আমাদের ঘরের মাঠের মতো। তাই বাড়তি সুবিধা পাব।’’

এর আগে বাবরের মতোই পাকিস্তানকে এগিয়ে রেখেছিলেন পাক জোরে বোলার ওয়াহাব রিয়াজও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement