মহম্মদ আজহারউদ্দিন। ছবি: সংগৃহীত।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আদালতে গেলেন প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন। গত শনিবার প্রাক্তন এই অধিনায়কের মনোনয়ন খারিজ করে দেওয়া হয়েছিল। খারিজের কারণ হিসেবে বলা হয়েছিল বিসিসিআই যে আজহারকে ম্যাচ ফিক্সিংয়ের দায় থেকে মুক্তি দিয়েছে তার কোনও প্রমাণ নেই। তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন হওয়ার কথা ছিল মঙ্গলবার।
ভারতের সব থেকে দীর্ঘ সময়ের অধিনায়ক ছিলেন আজহার। ম্যাচ গড়াপেটার অভিযোগে তাঁকে আজীবন নির্বাসন দিয়েছিল বিসিসিআই। যদিও সরকারিভাবে আজহারের নির্বাসন বিসিসিআই তুলে নেয়নি। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা যে পেনশন পান সেটাও পান না আজহার।
আরও খবর: শাস্ত্রী কি পরিসংখ্যান দেখেন না? প্রশ্ন আজহারের