ফাইল চিত্র।
টোকিয়ো প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন অবনী লেখারা প্যারা শুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন। পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচওয়ান বিভাগে ২৫০.৬ স্কোর করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।
২০ বছর বয়সি অবনী প্যারিসে হওয়া এই প্রতিযোগিতায় নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন (২৪৯.৬)। পাশাপাশি সোনা জিতে তিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন। ‘‘বিশ্বরেকর্ড স্কোর করে ও ২০২৪ অলিম্পিক্সে ভারতের প্রথম কোটা নিশ্চিত করে গর্বিত। যাঁরা আমায় সমর্থন করে এসেছেন তাঁদের অনেক ধন্যবাদ।’’ গণমাধ্যমে লিখেছেন অবনী।
গত বছর অগস্টে টোকিয়ো প্যারালিম্পিক্সে অবনী ১০ মিটার এসএইচওয়ান বিভাগে সোনা জেতেন। এর পরে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এসএইচওয়ান বিভাগে তিনি ব্রোঞ্জ জিতে প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয়মহিলা হিসেবে একাধিক পদক জয়ের নজির গড়েন।