সপ্তম বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জকোভিচ। ছবি অস্ট্রেলিয়ান ওপেনের টুইটার অ্যাকাউন্ট থেকে।
অস্ট্রেলীয় ওপেনে সাত বার চ্যাম্পিয়ন হয়ে রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন নোভাক জোকোভিচ। সঙ্গে জানালেন, রবিবার রড লেভার এরিনায় রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলা এই ফাইনালে তিনি জীবনের অন্যতম সেরা টেনিসটা খেলে গেলন। ‘‘আগেও অনেক ফাইনাল খেলেছি। যদি এটা আমার সেরা ফাইনাল না হয়, তা হলে অবশ্যই এটা অন্যতম সেরা,’’ মন্তব্য জীবনের পনেরো নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকার।
টেনিস জীবনের কঠিনতম প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে উড়িয়ে তাঁর আরও কথা, ‘‘মাঝে মাঝে মনে হয়, আমাদের এখনও এই স্তরের টেনিসে ফাইনাল খেলে যাওয়াটা যেন অবাস্তব কিছু। তা-ও গ্র্যান্ড স্ল্যামে! আর রাফার মতো অসাধারণ প্রতিভা এবং কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আগে কখনও এত ভালও আমি খেলিনি। অথচ গত এক বছরের কথা ভেবে অবাকই হচ্ছি। কনুই নিয়ে কত রকমের ঝামেলা গেল। অস্ত্রোপচারও করাতে হয়েছে। তার পরেও এক নম্বর হলাম। গ্র্যান্ড স্ল্যাম জয়ের হ্যাটট্রিক করলাম। এমনকি মেলবোর্নের দর্শকদের সামনে ট্রফি নিয়েও দাঁড়িয়ে আছি। বিশ্বাস করুন, এখন আমি কী বলব নিজেই বুঝতে পারছি না।’’