Australia

অস্ট্রেলিয়ায় টিভি বিতর্ক, সূচি বদল কি ভারতের চাপে

অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে যে গোপন ই-মেল চালাচালি হয়েছে, তা দেখতে চেয়ে আদালতে হলফনামা পেশ করেছে চ্যানেলটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৭:০২
Share:

নজরে: বিরাটদের দ্বিতীয় ওয়ান ডে-তে রেকর্ড টিভি দর্শক। টুইটার

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বনাম সে দেশের চ্যানেল সেভেনের লড়াইয়ে এ বার জড়িয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ সম্প্রচারকারী টিভি চ্যানেলের দাবি, ভারতীয় বোর্ডের চাপেই চলতি সিরিজের সূচি বদলে গিয়েছে। এর পিছনে অতিমারি কোনও কারণ নয়। এই নিয়ে আইনের দ্বারস্থও হয়েছে চ্যানেলটি।

Advertisement

অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে যে গোপন ই-মেল চালাচালি হয়েছে, তা দেখতে চেয়ে আদালতে হলফনামা পেশ করেছে চ্যানেলটি। তাদের লক্ষ্য এটা প্রমাণ করে দেওয়া যে, ভারতীয় বোর্ডের চাপেই সূচির বদল ঘটেছে। প্রমাণ করতে পারলে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনতে পারবে চ্যানেল সেভেন।

অস্ট্রেলীয় বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার নিক হকলে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ‘বন্ধু’ ভারতীয় বোর্ডকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘‘আমরা কোনও রকম চুক্তিভঙ্গ করিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডে আমাদের বন্ধুদের সাহায্যে আমরা একটা দারুণ সিরিজ সবাইকে উপহার দিতে পারছি।’’

Advertisement

প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, চ্যানেল সেভেনের অভিযোগ, ভারতীয় বোর্ডকে রীতিমতো ভয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কারণে তাদের দাবি মেনেই সাদা বলের ক্রিকেট টেস্ট ম্যাচের আগে দেওয়া হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ দেখানো হচ্ছে অন্য একটি চ্যানেলে। আবার টেস্ট সিরিজ দেখানো হবে চ্যানেল সেভেনে। তাই তারা চেয়েছিল, এমন ভাবে সূচি হোক, যাতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পরে সাদা বলের সিরিজ হয়। কিন্তু ভারতীয় বোর্ডের চাপেই নাকি তা হয়নি। আবার নভেম্বরে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের যে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল, তাও পিছিয়ে গিয়েছে। ফলে ১৭ ডিসেম্বরের (ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দিন) আগে চ্যানেল সেভেনের হাতে কোনও পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ নেই। যা নিয়েই তাদের আপত্তি। চুক্তিভঙ্গের অভিযোগ প্রমাণ হলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।

ইতিমধ্যেই আবার অস্ট্রেলিয়া বনাম ভারতের দ্বিতীয় ওয়ান ডে রেকর্ড করেছে টিভি দর্শকের নিরিখে। এই সিরিজের সম্প্রচারকারী সংস্থা ফক্সটেল জানিয়েছে, ‘সাবস্ক্রিপশন টেলিভিশন’-এর ইতিহাসে এত দর্শক কখনও খেলা দেখেনি। পাঁচ লাখ ৮৫ হাজার মানুষ দেখেছিলেন ম্যাচটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement