Cricket

কোচ ল্যাঙ্গারকে দেশে রেখে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে আসছেন না কোচ জাস্টিন ল্যাঙ্গার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১৬:৩৪
Share:

ভারত সফরে আসছেন না ল্যাঙ্গার। —ফাইল চিত্র।

ভারত সফরে দলের সঙ্গে আসছেন না অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। বিশ্রাম নিচ্ছেন তিনি।

Advertisement

ল্যাঙ্গার না থাকায় ভারতের মাটিতে দলের রিমোট কন্ট্রোল হাতে থাকবে ল্যাঙ্গারের সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের হাতে। ১৪ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের বল গড়াচ্ছে।

কঠিন সফরে তাঁর খুরধার মস্তিষ্কের অভাব অনুভূত হবে না বলে জানিয়েছেন ল্যাঙ্গার। বিরাট কোহালিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ম্যাকডোনাল্ড দক্ষ হাতেই দায়িত্ব সামলাবেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ।

Advertisement

এই প্রথম একক ভাবে অজি দলের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন মিডিয়াম পেসার। ভারত সফরে আসার আগে দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে টেস্ট সিরিজে ৩-০ উড়িয়ে দিয়েছে অজিরা। তার আগে ঘরের মাঠেও পাকিস্তানকে মাটি ধরিয়েছে অজিরা। ল্যাঙ্গার বলছেন, ‘‘ম্যাকডোনাল্ড ভাল কোচ। ওকে সাহায্য করার জন্য অন্য কোচও রয়েছে। আমি ওকে বলেছি তোমাকে ফোন করে পরামর্শ দেব না। ও আমাকে বলেছে, আমি ফোন করব। ম্যাকডোনাল্ড ভাল করবে বলেই আমি আশাবাদী।’’

১৪ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। পরের দুটো ওয়ানডে হবে রাজকোট ও বেঙ্গালুরুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement