শেষ ম্যাচ হেরেই দেশে ফিরতে হচ্ছে আফ্রিদিদের

পাকিস্তান ক্রিকেট দলের বিতর্কে নতুন স‌ংযোজন আবার হার। হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলে সেই বিতর্কে কিছুটা প্রলেপ পড়ত। কিন্তু না শেষ ম্যাচ হেরেই বিদায় নিতে হল পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে গেলেন আফ্রিদিরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ২০:৫৩
Share:

পাকিস্তান ক্রিকেট দলের বিতর্কে নতুন স‌ংযোজন আবার হার। হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলে সেই বিতর্কে কিছুটা প্রলেপ পড়ত। কিন্তু না শেষ ম্যাচ হেরেই বিদায় নিতে হল পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে গেলেন আফ্রিদিরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৯৩ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।দুই ওপেনার খোয়াজা ২১ ও ফিঞ্চ ১৫ রান করে আউট হওয়ার পর দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক স্মিথ। তাঁর ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬১ রান। অপরাজিতও থাকেন তিনি। ২১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ওয়াটসন। ১৮ বলে ম্যাক্সওয়েলের ৩০ রানের ইনিংসও দলকে ভাল রানে পৌঁছে দেয়। পাকিস্তানের হয়ে বল হাতে দুটো করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম।

Advertisement

জবাবে ব্যাট করতে এসে আট উইকেট হারিয়ে ১৭২ রানেরই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন খালিদ লতিফ। ২০ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ওপেন করতে এসে শারজিল খান ১৯ বলে ৩০ করে ভরসা দিলেও আর এক ওপেনার আহমেদ শেহজাদ মাত্র ১ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। উমর আকমল করেন ৩২ রান। পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট নেন জেমস ফকনার। জোড়া উইকেট জাম্পার। একটি উকেট নেন হ্যাজেলউড। ম্যাচের সেরা হয়েছেন ফকনার। অস্ট্রেলিয়া দুটো ম্যাচ জিতে ছুঁয়ে ফেলল ভারতকে। রান রেটের হিসেবে ছাপিয়েও গেল। এই মুহূর্তে ভারত তৃতীয় স্থানে। সেমিফাইনালে জেতে হলে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে ধোনিদের।

আরও খবর

Advertisement

লড়েও হল না শেষ রক্ষা, এবারের জন্মদিনটা কান্নাতেই ভেজা সাকিবের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement