অভিযোগ ওড়াচ্ছেন লেম্যান

দুই অধিনায়কের যুদ্ধে এ বার নেমে পড়লেন অস্ট্রেলিয়ার কোচও। এবং স্বাভাবিক ভাবে তিনি— ডারেন লেম্যান পাশে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:২৮
Share:

দুই অধিনায়কের যুদ্ধে এ বার নেমে পড়লেন অস্ট্রেলিয়ার কোচও। এবং স্বাভাবিক ভাবে তিনি— ডারেন লেম্যান পাশে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথের।

Advertisement

অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে লেম্যানের কাছে জানতে চাওয়া হয়, বিরাট কোহালি ডিআরএস বিতর্ক নিয়ে যা বলেছেন, তাতে আপনার কী প্রতিক্রিয়া? আপনাদের ক্রিকেটারেরা কি ডিআরএস নেওয়ার সময় বার বার ড্রেসিংরুমের থেকে সাহায্য নিয়েছেন?

যার জবাবে লেম্যান বলেন, ‘‘কখনওই নয়। আমি খুব অবাক হয়ে গিয়েছি কথাটা শুনে। তবে এটা ওদের বক্তব্য। আমরা আমাদের কথা বলব। দিনের শেষে আমি জানি আমাদের অবস্থানটা কী। আমরা কিন্তু ঠিকঠাকই খেলেছি। অন্যায় কিছু করিনি। তাই এখন আমাদের মাথায় পরের ম্যাচ নিয়ে ভাবনা ঘুরছে। এই ম্যাচ নিয়ে নয়।’’

Advertisement

বেঙ্গালুরু টেস্ট জিতে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন কোহালি। যার পরে লেম্যান তাঁর দলের ছেলেদের ধন্যবাদ দিচ্ছেন, পাল্টা কোনও প্রতিক্রিয়া না দেওয়ার জন্য। অস্ট্রেলীয় কোচ বলেছেন, ‘‘এখন আর সে সব দিন নেই, যখন আমরাই আক্রমণ করতাম বিপক্ষ দলকে। আমার নিজেরও সে অভিজ্ঞতা আছে। আমি এই দলের ছেলেদের ধন্যবাদ দেব হারের মধ্যেও ওরা যে ভাবে নিজেদের তুলে ধরেছে, তার জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement