সঞ্চালকের ভূমিকায় অশ্বিন। ছবি টুইটার
পিঠে ব্যথার কারণে সিডনি ম্যাচের অন্যতম নায়ক অশ্বিন বাদ পড়েছেন ব্রিসবেন টেস্ট থেকে। তবে, দলের সঙ্গে আছেন তিনি। তাঁকে এবার দেখা গেল সঞ্চালকের ভূমিকায়। চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে বিসিসিআই টিভির জন্য ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও টি নটরাজনের সাক্ষাৎকার নেন অশ্বিন।
শার্দুলের প্রথম রান আসে প্যাট কামিন্সের শর্ট বলে ছয় মেরে। এনিয়ে সিনিয়র অফস্পিনারের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘প্রথম রানটা ওভাবে আসবে, একেবারেই ভাবিনি। বলটা দেখে শটটা খেলেছি। তবে, শটটা মারতে পেরে আমি খুব খুশি।’’ শুধু প্রথম রান নয়, শার্দুলের হাফ সেঞ্চুরিও আসে ছয় মেরেই। ওই সময়ে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়ানো ওয়াশিংটন সুন্দরকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘পঞ্চাশে পৌঁছতে মুখিয়ে ছিল ও। তাই আমি জানতাম এরকম কিছু একটা করবে।’’
ভিভিয়ান রিচার্ডসের মতো কভার ড্রাইভ মারা নিয়ে শার্দুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এর আগে কভার ড্রাইভ প্র্যাকটিস করিনি। তবে, আমি ভাল ব্যাট করছিলাম। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।’’
টেস্ট ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয়েছে ওয়াশিংটন সুন্দরের। তিনি যেমন ভাল ব্যাট করেছেন ঠিক তেমনই তিনটি উইকেটও পেয়েছেন। তবে, টেস্ট ক্রিকেটকে সবচেয়ে কঠিন ফরম্যাট বলেই মনে করেন তিনি। বলেন, ‘‘আমি খুব খুশি ভাল খেলতে পেরে। পরিবারের সকলের থেকে খুব সাহায্য পেয়েছি। আমি খুব ভাগ্যবান।’’
আরও পড়ুন: দেশের প্রতিভা তুলে আনতে রাহুল ইনজামামদের দ্রাবিড়কে দেখে শেখার পরামর্শ দিলেন আফ্রিদি
নটরাজনও তিন ফরম্যাটেই যথেষ্ট নজর কেড়েছেন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ম্যাথু ওয়েড ও লাবুশেনের উইকেট তুলে নেন নটরাজন। অশ্বিনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘দলের পরিকল্পনা অনুযায়ী রাউন্ড দ্য উইকেট বল করেই সাফল্য এসেছে। আমি বেশি কিছু চেষ্টা করিনি।’’
আরও পড়ুন: ওয়াশিংটন, শার্দুলের জন্যই ব্রিসবেন টেস্ট নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া