আটলেটিকোয় ‘লড়াই’!
রবিবার অ্যাওয়ে ম্যাচে আটলেটিকো দে কলকাতার প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। তার পর বুধবার ঘরের মাঠে লুই গার্সিয়াদের মুখোমুখি হবে জিকোর এফসি গোয়া। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে এই দুই ম্যাচ থেকে চাই কমপক্ষে তিন পয়েন্ট। দিল্লি থেকে এক পয়েন্ট নিয়ে শহরে ফেরার পর এ দিন সন্ধেয় যুবভারতীতে অনুশীলন সারলেন কোচ আন্তোনিও হাবাস। অনুশীলনের মাঝেই মাঠে হাজির মুক্তির অপেক্ষায় থাকা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘লড়াই’ ছবির গোটা টিম। যার মুখ্য আকর্ষণ ছবির কেন্দ্রীয় চরিত্র প্রসেনজিত্ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিনেতারা। মাঠেই হাবাস, ফিকরু, গার্সিয়াদের সঙ্গে সৌজন্য বিনিময় সারেন তাঁরা। আলোকচিত্রীদের অনুরোধে একপ্রস্ত বল জাগলিংও করতে দেখা যায় গার্সিয়া-প্রসেনিজত্দের। পরিচালক পরমব্রতর কথায়, “গোয়া ম্যাচে স্টেডিয়ামে থাকবে ‘লড়াই’-এর পুরো টিম। তার আগে আলাপ করে গেলাম গার্সিয়াদের সঙ্গে।”
এরই মাঝে মুম্বই ম্যাচের প্রস্তুতিও চলল পুরোদমে। এ দিন অণর্ব, হোসেমি, ফিকরু-সহ প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে হাল্কা অনুশীলন করান কোচ। তবে মামুনুল-সহ দলের বাকিরা প্র্যাকটিস করলেন পুরোদমেই। টিম সূত্রে খবর, দলের সঙ্গে মুম্বই যেতে পারেন বাংলাদেশের অধিনায়ক মামুনুল। কলকাতার দলটির জন্য সুখবর, ম্যাচ ফিট হওয়ার পথে কেভিন লোবো। এ দিন ফিজিও পুষ্পকেতু কোনারের তত্ত্বাবধানে মাঠের একপাশে চেনা ছন্দেই অনুশীলন করতে দেখা গিয়েছে লোবোকে। সূত্রের খবর, গোয়া ম্যাচের আগেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেলেও লোবোকে নামানোর কোনও পরিকল্পনা নেই কোচ হাবাসের। গোয়ান মিডিওকে তৈরি রাখা হচ্ছে সেমিফাইনালের জন্য। লোবোকে সে কথা জানিয়েও দিয়েছেন কোচ। পাশাপাশি ফিকরুকে গোলের রাস্তাতে ফেরাতেও পরিকল্পনার অন্ত নেই আটলেটিকোর ড্রেসিংরুমে।
আজ গোয়া বনাম চেন্নাইয়ান
এক দিকে সেমিফাইনালে পৌছনোর লড়াই এফসি গোয়ার। আর এক দিকে জিতলেই গ্রুপে শীর্ষে শেষ করবে চেন্নাইয়ান। ভিন্ন লক্ষ্য নিয়েই শুক্রবার আইএসএলে খেলতে চলেছে এফসি গোয়া ও চেন্নাইয়ান এফসি। এক সময় যে গোয়া লিগ টেবলের নীচে ছিল, তাদের সামনেই শেষ চারে যাওয়ার হাতছানি। কোচ জিকো বলেন, “এটা আমাদের খাটনির ফল।” আর তিন পয়েন্ট পেলেই কার্যত সেমিফাইনালে যাওয়া নিশ্চিত গোয়ার। যে প্রসঙ্গে জিকো যোগ করেন, “আমাদের কোনও কিছুই সহজ ছিল না। হোম হোক বা অ্যাওয়ে, প্রতিটা ম্যাচই কঠিন ছিল। আশা করছি শেষ দুটো ম্যাচও জিতব।” এ দিন আবার কেরল গোলশূন্য ড্র করল নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। ফলে কিছুটা সুবিধা হল পুণের। যারা এখন চতুর্থ, কেরল পঞ্চম।