আন্তোনিও হাবাস তাঁদের টিমে আর কোচিং করাবেন না, এটা ধরেই নিয়েছেন আটলেটিকো দে কলকাতার কর্তারা। কিন্তু হাবাসের বেছে দেওয়া চার বিদেশির সঙ্গে পাকা কথা হয়ে গেল। এঁরা হলেন, ইয়ান হিউম, সমীঘ দ্যুতি, নাতো এবং গাভিলান।
আর্থিক চুক্তির ব্যাপারে পাকা কথা হয়ে গেলেও আইএসএলের নিয়মের বেড়াজাল থাকায় সইসাবুদ ঝুলে রয়েছে। গাভিলানকে নিয়েও কিছু সমস্যা এখনও মেটেনি। তবে কোচ না থাকলেও, এঁরা যে পরের মরসুমে এটিকের জার্সি পরবেন, এটা নিশ্চিত। এটিকে সচিব সুব্রত তালুকদার এ দিন পুণে থেকে ফোনে বললেন, ‘‘ওদের সঙ্গে কথাবার্তা চলছেই। ওরা কলকাতা ছাড়ার আগেও তো কথা বলেছিলাম। তবে কারও সঙ্গে চুক্তি হয়নি। সেটা জুনের আগে হবেও না।’’ জানা গিয়েছে, অমরিন্দর সিংহ, অর্ণব মণ্ডলদের মতো কয়েক জনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন এটিকে কর্তারা।
কিন্তু হাবাস কি এ বার আপনাদের সঙ্গে থাকছেন? এটিকে সচিব বলেন, ‘‘শনিবার উনি ওয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়েছেন, কোথাও সই করেননি।’’ সূত্রের খবর, আটলেটিকো মাদ্রিদের কর্তারা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শহরে আসছেন। কলকাতার কর্তাদের সঙ্গে আলোচনা করতে। সেখানেই পরের মরসুমের কোচ নিয়ে আলোচনা করতে চান তাঁরা।
সরকারি ভাবে এ সব চললেও, হাবাস যে নতুন টিমের সঙ্গে চুক্তি করতে চলেছেন, সেটা অনেকটাই নিশ্চিত। পুণে এবং মুম্বই দুই আইএসএল দলই চাইছে তাঁকে। হাবাস আবার ভারতীয় কোচ হওয়ার জন্যও আবেদন করেছেন ফেডারেশনের কাছে। হাবাসকে গত বার কলকাতা দিয়েছিল, প্রায় তিন কোটি টাকা। এ বার সাড়ে তিন কোটি দিতে চায় তারা। এর বেশি টাকা দিতে নারাজ এটিকে। তবে পুণে তাঁকে প্রস্তাব দিয়েছে, সাড়ে পাঁচ কোটি টাকার মতো। মুম্বইয়ের প্রস্তাবও প্রায় একই রকম। তবে হাবাসের চুক্তির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা, তাঁর চার ম্যাচ নির্বাসনের শাস্তি। যার ফলে আইএসএল-থ্রিতে প্রথম চার ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না তিনি। সেটা ভাবাচ্ছে দু’টো নতুন টিমকেই। কলকাতার কর্তারা খবর পেয়েছেন, পুণের সঙ্গে হাবাসের চুক্তি হয়ে গিয়েছে। পুণে কর্তারা অবশ্য তা মানছেন না। দলের সিইও গৌরব মডওয়েল পুণে থেকে ফোনে বললেন, ‘‘আমাদের সঙ্গে হাবাসের কথা অনেক দূর এগিয়েছে ঠিকই। তবে চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির শেষে আমরা মিটিংয়ে বসে ঠিক করব, ডেভিড প্ল্যাটকে সরিয়ে হাবাসকে নেব কি না!’’ হাবাস অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। ই-মেলে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি কোনও জবাব দেননি। বোঝাই যাচ্ছে, তিনি ধোঁয়াশা তৈরি করে রাখতে চাইছেন।